শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

প্রীতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্ব নয়, কোপা আমেরিকা কাপও নয়, স্রেফ একটি প্রীতি ম্যাচ। মেলবোর্নের ‘হার্ট অব ক্রিকেট’ খ্যাত স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল গতকাল খেলতে নামে। দুই সুপার শক্তির সুপার হেভিওয়েট দলের সুপার ক্লাসিকো ম্যাচ দেখতে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শক। প্রাণ ভরে উপভোগ করেছেন ল্যাটিন ফুটবলের সৌন্দর্য। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত হেসেছে আর্জেন্টিনা। এই জয়েই বর্ণাঢ্য অভিষেক হয়েছে আর্জেন্টিনার কোচ সাম্পাওলির। বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা আর্জেন্টিনার দায়িত্ব তুলে দেওয়া হয় সাম্পাওলির হাতে। সাম্পাওলির ম্যাজিকে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে নেইমারবিহীন তিতের ব্রাজিলকে। ৪৫ মিনিটে আরাধ্য গোলের দেখা পায় আর্জেন্টিনা। বক্স থেকে মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়া ভাসিয়ে দেন শূন্যে। সেখানে দুর্দান্ত হেড করেন নিকোলাস ওতমেন্দি। বল সাইডবারে লেগে ফিরে এলে শট নেন গ্যাব্রিয়েল মার্কাদো। বল চলে যায় তার ঠিকানা জালে (১-০)। ওই গোলের পরপরই বিরতির বাঁশি বাজে। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। কিন্তু স্ট্রাইকারদের বিরতিহীন মিসে গোল শোধ করতে পারেনি সেলোরা। দ্বিতীয়ার্ধে উভয় দল সুযোগ পেলেও গোল আর হয়নি।

সর্বশেষ খবর