রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তান হারলে লাভ বাংলাদেশের!

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান হারলে লাভ বাংলাদেশের!

সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ ভারত-পাকিস্তান ফাইনালে লড়ছে। বাংলাদেশ নেই, তবু আজকের ম্যাচে ফলাফলের ওপর অপেক্ষা করতে হবে। কেননা এই ম্যাচের সঙ্গে আইসিসির র‌্যাঙ্কিং জড়িয়ে আছে। ভারতের কাছে হারায় বাংলাদেশের ১ রেটিং পয়েন্ট কমেছে। তারপরও ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখনো র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানেই আছে। তবে আজ যদি ফাইনালে পাকিস্তান জিতে যায় তাহলে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে যাবে। অর্থাৎ সাতে নেমে আসবে টাইগাররা। সেক্ষেত্রে ভারত জিতলে লাভবান হবে বাংলাদেশই। তখন আর পাকিস্তানের পেছনে পড়তে হবে না।

কার্ডিফে প্রথম সেমিফাইনালে জেতার পর শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠেছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ভারত দ্বিতীয় স্থানে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকাই। সাতে যদি নেমে আসে ২০১৯ সালে সরাসরি বিশ্বকাপ খেলা সম্ভাবনা কমবে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ড্র করায় লাভ হয়েছে বাংলাদেশেরই। ওয়েস্ট ইন্ডিজ ৭৭ পয়েন্ট নিয়ে ৯-এ। ৯৩ পয়েন্টে নিয়ে শ্রীলঙ্কা আছে আটে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থানে নড়চড় হওয়ার খুব একটা শঙ্কা নেই।

সর্বশেষ খবর