বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

পর্তুগালের সামনে রাশিয়া

ক্রীড়া ডেস্ক

পর্তুগালের সামনে রাশিয়া

ফিফা কনফেডারেশন্স কাপে কষ্টের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত সোমবার সোচির অলিম্পিক স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। জার্মানরাই ম্যাচের শুরুতে এগিয়ে যায়। তবে বার বারই অস্ট্রেলিয়া হুমকি হয়ে দেখা দেয় বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। লারস স্টিন্ডলের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে রজিচের গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। এরপর অবশ্য ড্র্যাক্সলার আর গোরেজকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মানি। জুরিচের গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। সকারুজরা দুর্দান্ত লড়াই করলেও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জয় রুখতে পারেনি। এ জয়ে ফিফা কনফেডারেশন্স কাপে শুভ সূচনাই করল জার্মানি। সেমিফাইনাল খেলার জন্য আর কেবল একটা জয় হলেই হবে জার্মানদের। সামনে আছে চিলি ও ক্যামেরুন ম্যাচ। ফিফা কনফেডারেশন্স কাপে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০০৫ সালে নিজেদের মাঠে তৃতীয় হয়েছিল তারা। এবার কী বিশ্বচ্যাম্পিয়নরা ফিফা কনফেডারেশন্স কাপ জিততে পারবে! জার্মানদের প্রধান প্রতিপক্ষ এবার হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল। এদিকে ফিফা কনফেডারেশন্স কাপে আজ স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগিজরা। নিজেদের প্রথম ম্যাচে রাশিয়া ২-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে পর্তুগাল প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর