বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

দ. আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে চান ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ চূড়ান্ত করতে আগস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনায় বসবেন এ বি ডি ভিলিয়ার্স। তবে এই মারমুখী ব্যাটসম্যানের আপাতত লক্ষ্য বাংলাদেশ সিরিজ। গত জানুয়ারিতে ভিলিয়ার্স বলেছিলেন, দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন না তিনি। এবার জানালেন বাংলাদেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে আপাতত বিশ্রামে থাকতে চান তিনি। ভিলিয়ার্স বলেন, বাড়িতে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাব। তিনি বলেন, আমার সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে যাচ্ছি। অবশ্যই আমি ফিট, আমি নিশ্চিত করতে চাই, সেপ্টেম্বরের জন্য প্রস্তুত থাকার, যখন বাংলাদেশ আসবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ অক্টোবর থেকে দ্বিতীয়টি। সময়টা ইদানীং ভালো কাটছে না ভিলিয়ার্সের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দল বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে তার দল তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরেছে। ভিলিয়ার্স ওয়ানডের নিয়মিত অধিনায়ক, টি-২০ তে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসির অনুপস্থিতিতে। ভিলিয়ার্স বলেন, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ জিততে চায় দক্ষিণ আফ্রিকা। তার এই  স্বপ্ন কোন পথে যাবে তা নির্ভর করছে সিএসএর সঙ্গে তার আলোচনার ওপর। আমার প্রধান স্বপ্ন দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপ জেতা বা কোনো না কোনোভাবে এর অংশীদার হওয়া।

সর্বশেষ খবর