বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

২ হাজার ৮০০ কোটি টাকায় আইপিএলের স্বত্ব বিক্রি

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধ করতে উঠে পড়ে লেগেছিল ভারতের একটি মহল। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্মারকলিপিও দিয়েছিল। তবে আইপিএল বন্ধ হচ্ছে না। বরং আগের চেয়ে আসর আরও জমজমাট হচ্ছে। প্রায় ৩ হাজার অর্থাৎ ২ হাজার ৮০০ কোটি টাকায় আইপিএলের স্বত্ব বিক্রি হয়েছে। আগের বারের চেয়ে ৫৫৪ ভাগ বেশি দিনে আইপিএলের পাঁচ বছরের জন্য স্পন্সরশিপ কিনে নিয়েছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। আগের দুই বছরের জন্যও তারা ছিল পরের পাঁচ বছরের জন্য তারা থাকছে। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য (২০১৮-২০২২) ভিভো আইপিএলকে দেবে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা (২১৯৯ কোটি রুপি) চুক্তির পর আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা বলেন, এই প্রতিষ্ঠানটি পুনরায় টাইটেল স্পন্সর হওয়ায় আমরা খুশি। ২০১৫ সালে প্রথম টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিয়েছিল এই প্রতিষ্ঠান। পেপসিকো ইন্ডিয়ার কাছ থেকে তারা স্বত্ব কিনে নেয়।

সর্বশেষ খবর