বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

দেউলিয়া বরিস বেকার

ক্রীড়া ডেস্ক

টেনিস খেলে ক্যারিয়ারে আয় করেন ১ কোটি ৮৩ লাখ ইউরো বা বাংলাদেশি টাকায় ১৬৫ কোটি টাকা। ধনী ক্রীড়াবিদদের কাতারেই থাকার কথা বরিস বেকারের। কিন্তু জার্মানির এই টেনিস তারকাকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের আর্থিক আদালত। ৬টি গ্রান্ডস্ল্যামজয়ী বেকার ব্যবসা করতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ব্যাংক বারবার ঋণ শোধ করার তাগাদা দেওয়ার পরও শোধ করেনি। ফলে বাধ্য হয়ে লন্ডন আর্থিক আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেন। বেকার মাত্র ১৭ বছর বয়সে ১৯৮৫ সালে উইম্বলডন জিতে হৈ চৈ ফেলে দেন টেনিস বিশ্বে। এরপর ১৯৮৬ ও ১৯৮৯ সালেও উইম্বলডন জিতেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জিতেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ১৯৮৯ সালে জিতেছিলেন ইউএস ওপেন। ১৯৯৯ সালে খেলা ছাড়ার পর ক্যারিয়ার শুরু করেন কোচ হিসেবে। ২০১৩-১৬ পর্যন্ত ছিলেন নোভাক জকোভিচের কোচ। তার কোচিংয়েই জোকোভিচ ৭টি গ্র্যান্ডস্লাম জিতেন।           

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর