বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় শাস্তি

ক্রীড়া ডেস্ক

নিজ দেশের ক্রীড়ামন্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। এ নিয়ে গোটা দেশে হৈচৈ পড়ে যায়। বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভালো চোখে দেখেনি। প্রস্তাব এসেছিল মালিঙ্গাকে আজীবন নিষিদ্ধ করার। কিন্তু তত্ক্ষণাৎ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে এই শাস্তি ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এই ছয় মাসের মধ্যে মালিঙ্গা একই ধরনের অপরাধ করলে সরাসরি এক বছর নিষিদ্ধ হবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠতে না পারায় ক্রিকেটারদের শরীর নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। তিনি মালিঙ্গার শরীর নিয়েও কটূক্তি করেন। এতে মালিঙ্গা ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে বানরের সঙ্গে তুলনা করেন। মালিঙ্গার শাস্তি আরও বড় হতে পারত। কিন্তু নিঃশর্ত ক্ষমা ও শ্রীলঙ্কা দলে তার অবদানের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর