শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

কী জাদু আছে তার

ক্রীড়া ডেস্ক

কী জাদু আছে তার

কোপা আমেরিকা কাপের পর কনফেডারেশন্স কাপ ফুটবলে টাইব্রেকারের শট ঠেকিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তুললেন ব্রাভো —এএফপি

প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ভয় পাওয়া স্বাভাবিক। ভীত হওয়াও স্বাভাবিক। কিন্তু সেটা পেলেন না ক্লাউডিয়ো ব্রাভো। বরং নিজেকে আরও বেশি উৎসাহিত করেন। আরও উদ্দীপ্ত করেন। আরও লড়িয়ে হিসাব তৈরি করেন। কনফেডারেশন কাপের সেমিফাইনালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন চিলির প্রতিপক্ষ পর্তুগাল। দুই দল এই প্রথম খেলছে কনফেডারেশন কাপে। তাই ইতিহাস গড়ার হাতছানি ছিল দুই দলেরই। সেই কাজটি করতে মরিয়া ছিলেন পর্তুগালের রোনালদো, চিলির অ্যালেক্সি সানচেজরা। ১২০ মিনিট দুর্ভাগ্য সঙ্গী থাকলেও শেষ পর্যন্ত হাসি হেসেছে চিলি। সাফল্যের হাসি হেসে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রতিপক্ষ জার্মানি না মেক্সিকো গতরাতেই নির্ধারিত হয়েছে। চিলি ফাইনালে উঠেছে দলীয় অধিনায়ক গোলরক্ষক ক্লাউডিয়ো ব্রাভোর বীরত্বে। ব্রাভো দৃঢ়তার সঙ্গে পর্তুগালের টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে পর্তুগাল তথা রোনালদোকে হতাশ করেছেন। একই সঙ্গে নিজ দেশের জনগণের কাছে ‘বীর’ বলে গণ্য হয়েছেন ম্যানচেষ্টারের এই গোলরক্ষক।

দুই দলের প্রথম ৯০ মিনিট গোল পায়নি কোনো দল। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। গোল না হওয়ায় নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। তবে ১১৯ মিনিটে যদি আর্দুলো ভিদালের শটটি সাইড বারে না লাগত, তাহলে নিশ্চিত করেই ম্যাচ জিতে স্টেডিয়াম ছাড়তো ল্যাটিন আমেরিকান চ্যাম্পিয়নরা। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় পারেনি চিলি। ভিদালের ফিরতি শটে আবার পা লাগিয়েছিলেন রদ্রিগেজ। কিন্তু সেটাও বারপোষ্টে লাগে। তখন মনে হয়েছিল টাইব্রেকারেও বোধহয় ভাগ্য সহায় হবে না চিলির। কিন্তু বারপোষ্টে ছিলেন চীনের প্রাচীরের দৃঢ়তা নিয়ে ব্রাভো। দৃঢ়তার সঙ্গে টানা তিনটি গোল ঠেকিয়ে নায়ক বনে যান ম্যাচের। একে একে তিনি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিকার্ডো কুয়ারেসমা, জোয়াও মৌতিনহো ও ন্যানির শট। সোচিতে সেমিফাইনালে টাইব্রেকারে ল্যাটিন দলটির পক্ষে প্রথম গোল করেন আর্তুরো ভিদাল। এরপর কুয়ারেসমার শট ঠেকিয়ে দেন ব্রাভো। লা রোজাদের পক্ষে দ্বিতীয় শটে গোল করেন চার্লস আরানগুয়েজ। পর্তুগালের দ্বিতীয় শটটি মিস করেন মৌতিনিয়ো। তৃতীয় শটে ম্যানচেষ্টার সিটির গোলরক্ষক ব্রাভোকে আত্মবিশ্বাসী করেন সানচেজ। এরপরই ব্রাভো ইতিহাস লিখেন ন্যানির দুর্বল শট ঠেকিয়ে।

নানির শট ঠেকানোর পরপরই চিলির ফুটবলাররা মাঠে নেমে কাঁধে নিয়ে নেন ম্যাচের বীর, নায়ক ক্লাউডিয়োকে ব্রাভোকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর