সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘দায়িত্ব পালন করা কঠিন’

ক্রীড়া প্রতিবেদক

‘দায়িত্ব পালন করা কঠিন’

নাজমুল হাসান পাপন

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মাশরাফিরা। শুধু অংশগ্রহণ নয়, সেমিফাইনালও খেলেন। যা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা অংশ নিয়েছিল র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বর হয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন আরও উঁচুতে। এবার স্বপ্ন ২০১৯ সালের বিশ্বকাপ। কিন্তু চাইলেই তো হচ্ছে না। খেলার সুযোগ করে নিতে হবে। আইসিসির নতুন নিয়মে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। চলতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সাত নম্বরে। শ্রীলঙ্কা আট এবং নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে র‌্যাঙ্কিং পয়েন্ট বিস্তর ফারাক বলেই সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু বিশ্বকাপ ক্রিকেট নয়, বিসিবির সভাপতির দায়িত্বকে এখন প্রচণ্ড চাপ বললেন নাজমুল হাসান মিডিয়ার মুখোমুখিতে।

আইসিসির সভা শেষে দেশে ফিরে মিডিয়ার মুখোমুখি হন বিসিবি সভাপতি। মুখোমুখিতে তিনি জানিয়েছেন, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে মাশরাফির অধিনায়কত্বের বিষয়টি বিসিবির পরবর্তী সভায় আলোচনা করবেন। এটা একটি প্রসেসিংয়ের ভিতর রয়েছে জানান বিসিবি সভাপতি। এছাড়া র‌্যাঙ্কিংয়ের ৭, ৮ ও ৯ নম্বরে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুটি দল সরাসরি খেলবে। এক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। সেপ্টেম্বরের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে সিরিজ নেই। তাই পয়েন্ট হারানোর সম্ভাবনা কম। অন্যদিকে ভারতের কাছে  হেরে র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খুঁইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের কাছে সিরিজ হেরে পিছিয়ে পড়েছে। তাই ক্যারিবীয়দের পক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে চলে আসা কঠিনই হবে। সেজন্যই বিসিবি সভাপতি সব অংকের হিসাব মিলিয়ে বলেন, ‘বাংলাদেশকে হয়তো বাছাইপর্ব খেলতে হবে না। বিশ্বকাপ ক্রিকেটে সরাসরিই খেলবে।’

পাঁচ বছর ধরে বিসিবির সভাপতি নাজমুল হাসান। সভাপতি হিসেবে সফল বলা যায়। তার আমলে টাইগাররা খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে এবং সিরিজ জিতেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর নাজমুল হাসান সরাসরি জানালেন বিসিবির সভাপতির দায়িত্ব পালন এখন কঠিন হয়ে পড়েছে তার জন্য, ‘এটা সত্যি, ক্রিকেট থেকে দূরে থাকা সম্ভব নয় আমার পক্ষে। বোর্ডে পরিচালক হয়ে থাকা ভালো। সভাপতি হিসেবে থাকাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমার পুরোটা সময় এখন ব্যয় করতে হয় বিসিবিতে। প্রত্যেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হয় আমাকে। আইসিসি, এসিসি, চাকরি, রাজনীতি মিলিয়ে আমার জন্য খুবই চাপ। সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়। আমি মনে করি নতুন কেউ আসলে খারাপ করবে না। বিসিবির বর্তমান যে আর্থিক অবস্থা, তাতে আগামী আট বছর কোনো সমস্যার হওয়ার কথা নয়।’

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে সে দেশের ক্রিকেটারদের চুক্তি নবায়ন হয়নি। ফলে ঘোর সংকটে পড়েছে সে দেশের ক্রিকেট। এর ধাক্কা বাংলাদেশ সফরের উপর পড়ার সম্ভাবনাও রয়েছে। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখনো তেমন কিছু বলেনি বিসিবিকে। কাল তাই বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা এখনো তাদের কাছ থেকে কিছু জানিনি। আমরা জানি তারা আসছে। কোনো ইমার্জেন্সি ঘটনার কথা তো আগে বলা সম্ভব নয়।’ অক্টোবরে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টাইট শিডিউলের জন্য সেটা সম্ভব নয় বলেন বিসিবি সভাপতি, ‘ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য একটি প্রস্তাব এসেছিল আমাদের কাছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শিডিউল মেলাতে পারছি না। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলে দল ফিরবে দেশে ২৮ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজটি ওই তারিখের আগে চাইছে। তাই শিডিউল মেলানো সম্ভব নয়।’             

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর