সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অসি ক্রিকেটারদের সফর বয়কটের ঘোষণা

ক্রীড়া ডেস্ক

অসি ক্রিকেটারদের সফর বয়কটের ঘোষণা

দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ইতিমধ্যে দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। কিন্তু ক্রিকেট বোর্ড ন্যায়সঙ্গতভাবে চুক্তি নবায়ন না করায় সফর বয়কটের হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। গতকাল  সিডনিতে অস্ট্রেলিয়ার জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারদের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে এক সভা ডেকেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে শুরু হওয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। কিন্তু চুক্তি নবায়ন না হলে সফর বয়কট। ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা বলেছেন, ‘সফর বয়কট করার কাজটি করা খুব সহজ নয়। ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট খেলতে চাই। কিন্তু অনেক দিন থেকে খেলতে পারছি না। আমাদের সবারই একই অবস্থা। আমার ও সবার ভাবনাই এক। আমরা অনুশীলন করলেও সমঝোতা না হওয়া পর্যন্ত সফরে যাব না। তবে আমি আশা করি, খুব দ্রুত একটা সমাধান হয়ে যাবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট আয়ের ২৫ শতাংশ পাবেন বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। কিন্তু ২০ শতাংশ ধরে চলে আসা এই চুক্তিতে এবার পরিবর্তন করার উদ্যোগ নেয় বোর্ড। তাদের দাবি, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২৩০ ক্রিকেটার সবাই আয়ের ব্যাপারে সমান ভূমিকা রাখে না। বোর্ডের আয়ে ভূমিকা রাখে কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা (জাতীয় দলের ক্রিকেটার)। তাই ২৫ ভাগ পাবে কেবল জাতীয় দলের ক্রিকেটাররাই, ঘরোয়া ক্রিকেটাররা এই অর্থের অংশ পাবে না। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্ত মানতে রাজি নন ক্রিকেটাররা। তারা একতাবদ্ধ হয়ে পূর্বের চুক্তি নবায়নে বোর্ডকে চাপ দিচ্ছেন।

সর্বশেষ খবর