ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব ছিল বাংলাদেশের তাইজুল ইসলামের। এরপর করেন দক্ষিণ আফ্রিকার কাসিগো রাবাদা। গতকাল আবার অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী স্পিনার হাসারাঙ্গা। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারলেও গতকাল ৭ উইকেটে জিতে সিরিজে ফিরেছে শ্রীলঙ্কা। ষষ্ঠ বোলার হিসেবে ততক্ষণে আক্রমণে আসেন হাসারাঙ্গা, ১৪৭ রানে ৭ উইকেটে হারিয়ে সর্বনাশ ডেকে আনে জিম্বাবুয়ে। মাত্র ১৬টি বল করার সৌভাগ্য হয়েছে হাসারাঙ্গার। আর তাতেই জিম্বাবুয়ের শেষ তিন উইকেট তুলে নেন এই লেগ স্পিনার।
নিজের তৃতীয় আর ইনিংসের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করলেন ম্যালকম ওয়ালারকে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডোনাল্ড তিরিপানোকে। তেন্ডাই চাতারাকে বোল্ড করে পূর্ণ করলেন হ্যাটট্রিক। তাতেই মাত্র ১৫৫ রানে অল আউট জিম্বাবুয়ে। জবাবে ১০ রানে ২ উইকেট হারালেও খুব একটা সমস্যা হয়নি শ্রীলঙ্কার। উপুল থারাঙ্গার (৭৫) দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। তাইজুলের হ্যাটট্রিকের কীর্তিটাও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে ডিসেম্বরে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অভিষেক হয়েছিল তার। সেবারও চেতারা ছিলেন তিন শিকারের একজন। রাবাদার কীর্তিটা আবার বাংলাদেশের বিপক্ষে।