বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সহজ জয় নাদালের ওয়াওরিঙ্কার বিদায়

ক্রীড়া ডেস্ক

সহজ জয় নাদালের ওয়াওরিঙ্কার বিদায়

ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন কয়েকদিন আগে। উইম্বলডনেও ফেবারিট তিনি। রাফায়েল নাদাল বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে প্রথম রাউন্ড পেরিয়েছেন ভালোভাবেই —এএফপি

উইম্বলডনে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল। প্রথম দিনেই তিনি অস্ট্রেলিয়ার মিলিম্যানের বিপক্ষে ৬-১, ৬-৩, ৬-২ গেমে জয় পেয়েছেন। নাদাল জিতলেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কা। রাশিয়ার ড্যানিল মেদভেদেভের কাছে ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হেরে গেছেন ওয়াওরিঙ্কা। উইম্বলডনে সর্বশেষ ২০১০ সালে শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল এবার উইম্বলডনেও ফেবারিট। তবে এ স্প্যানিয়ার্ড এবার উইম্বলডন ফাইনালে রজার ফেদেরারের মুখোমুখি হতে চান না। তিনি বলেন, ‘আমি ফাইনালে ফেদেরারের মুখোমুখি হতে চাই না।’ দেখা যাক, উইম্বলডন ফাইনালে খেলেন কারা! এদিকে পুরুষ এককে প্রথম দিন জয় পেয়েছেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারেও। তিনি কাজাখস্তানের আলেক্সান্ডারকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। পুরুষ এককে এছাড়াও জয় পেয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সঙ্গা ও ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচ। মেয়েদের এককে প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস। তিনি বেলজিয়ামের এলিস মার্টিনসকে ৭-৬ (৯/৭), ৬-৪ গেমে হারিয়েছেন। এছাড়াও মেয়েদের এককে রুমানিয়ার সিমোনা হ্যালেপ, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ব্রিটেনের ইয়োহানা কন্তা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্পেনের কার্লা সুয়ারেজ এবং ইউক্রেনের এলিনা সভিতলানা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর