বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যে রেকর্ড শুধু কোহিনুরের

ক্রীড়া প্রতিবেদক

যে রেকর্ড শুধু কোহিনুরের

টানা ২৬ বছর সাধারণ সম্পাদক

আসাদুজ্জামান কোহিনুর বাংলাদেশের পরিচিত ক্রীড়া সংগঠক। দেশে হ্যান্ডবল ফেডারেশন প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার অবদান অস্বীকার করা যাবে না। ১৯৮৩ সালে এই ফেডারেশন গঠন হলেও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন মিলে পরের বছর। হ্যান্ডবলের প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদক ছিলেন এম আকবর আলী। ওই সময়ে কোহিনুর ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৯১ সালে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। মূলত কোহিনুর সেক্রেটারি হওয়ার পর থেকে হ্যান্ডবল পরিচিত লাভ করতে থাকে। সত্যি বলতে কি টুর্নামেন্টের সংখ্যা বিচার করলে ক্রীড়াঙ্গনে হ্যান্ডবলই এগিয়ে। ১৯৯৫ সালে ঢাকায় কমনওয়েলথ যুব হ্যান্ডবল আয়োজন হয়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ক্ষেত্রে কোহিনুরের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করতে হয়। হ্যান্ডবলের জনপ্রিয়তা দেখে সরকার আলাদা ভেন্যু নির্মাণ করে দেয়। যা এখন শহীদ মনসুর আলী স্টেডিয়াম বলে পরিচিত।

হ্যান্ডবলে কোহিনুরের বিকল্প এখনো তৈরি হয়নি। যার প্রমাণ মিলে ১৯৯১ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের চেয়ার ধরে রাখা। হ্যান্ডবলে নির্বাচন হলেও সাধারণ সম্পাদক পদে কোহিনুরের বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। টানা ২৬ বছর ধরে তিনি হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। কুস্তিতে তাবিউর রহমান, ভারোত্তোলনে মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও কোহিনুর ব্যতিক্রম। টানা ২৬ বছর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক। কিছুদিন আগে চার বছরের জন্য হ্যান্ডবলের নতুন নির্বাহী কমিটি গঠন হয়েছে। কোনো কারণে এই কমিটি ভেঙে না দিলে টানা ৩০ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যান্ডবলের সাধারণ সম্পাদক থাকবেন কোহিনুর। এই ইতিহাস শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো ফেডারেশনের টানা ২৬ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেননি। অনেকে তাই বলছেন এমন বিরল রেকর্ড গড়ে হয়তো খেলাধুলার ক্ষেত্রে গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছেন কোহিনুর। কোহিনুর বলেন, রেকর্ড কিনা জানি না। তবে সতীর্থদের ভালোবাসার কারণে এখনো পদটি ধরে রেখেছি। চেষ্টা থাকবে বাংলাদেশের হ্যান্ডবলকে বিশ্বের সম্মানজনক আসনে বসনো। তবে কোহিনুর যে কোনো প্রতিকূলতার শিকার হননি তাও বলা যাবে না। তাকে হটাতে অনেক গ্রুপিং হয়েছে। কিন্তু কোহিনুরের ক্যারিশমা তাকে তার চেনা আসনে বসিয়ে রেখেছে।

সর্বশেষ খবর