বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজ মাঠে নামছে এইচপি দল

ক্রীড়া ডেস্ক

বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ওয়ানডে ম্যাচে এইচপি দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি একাদশ। খেলা হবে অস্ট্রেলিয়ার ডারউইনে। সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু পরে একদিন পিছিয়ে দেওয়া হয়। তবে পরের চারটি ম্যাচ আগের সূচি অনুযায়ী হবে। তাই আগামীকালই দ্বিতীয় ওয়ানডে খেলতে হবে। তৃতীয় ম্যাচ আগামী পরশু। অর্থাৎ টানা তিন দিন তিন ম্যাচ খেলতে হবে এইচপি দলকে। শেষ দুই ওয়ানডে হবে ৯ ও ১১ জুলাই। এই সফরে একটি তিন দিনের ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। দলের অধিকাংশ ক্রিকেটারই জাতীয় দলের বাদ পড়া খেলোয়াড়। তরুণ ক্রিকেটারও রয়েছেন বেশ কয়েকজন। এই সফরে ভালো খেলতে পারলে উন্মুক্ত হয়ে যাবে জাতীয় দলের দরজা। যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা, তাই পেসনির্ভর দল নিয়েই অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ। পেস আক্রমণে রয়েছেন আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, ইবাদত হোসেন। গত বিপিএলে তারকা পেসার আবু জায়েদ রাহীও রয়েছেন। জাতীয় দল থেকে বাদ পড়া লেগ স্পিন বিশেষজ্ঞ জোবায়ের হোসেন লিখনও রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর