বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিসিবি এইচপির জয় দিয়ে শুরু

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি এইচপির জয় দিয়ে শুরু

অনুশীলনের মানসিকতা নিয়েই বিসিবি এইচপি দল এখন ডারউইনে। সেখানে অনুশীলন মেজাজে পাঁচটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলবে স্থানীয় নর্দার্ন টেরিটরি (এনটি) দলের বিপক্ষে। গতকাল প্রথম ওয়ানডেটি খেলে এইচপি। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে গড়া এইচপিকে প্রথম ওয়ানডে জিততে ঘাম ঝরাতে হয়েছে। এনটি দলের বিপক্ষে জয় দিয়ে সফর শুরু করেছে এইচপি। কিন্তু জয় পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত এবং অলরাউন্ডার তানভীর হায়দারের দৃঢ়তায় ১ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে এইচপি। আজ দ্বিতীয় ওয়ানডে একই দলের বিপক্ষে।  ডারউইনে প্রথমে ব্যাট করে স্থানীয়রা ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন টু ডাউনে ব্যাট করতে নামা ডিকম্যান। ৪২ রান করেন গ্রেগরি। এইচপির পক্ষে আবুল হাসান রাজু নেন ৩৪ রানের খরচে ২ উইকেট। আবু হায়দার রনি, আবু জাহেদ রাহী, জুবায়ের রহমান লিখন, সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার অধিনায়ক লিটন দাস ও এনামুল হক বিজয় ঝড়ো গতিতে ৫৮ রান যোগ করেন। লিটন ৩১ বলে খেলেন ৪১ রানের ইনিংস। এনামুল করেন ২৯ বলে ২০ রান। দুজনের বিদায়ের পর চাপে পড়ে যায় এইচপি। মেহেদি মারুফ, নাজমুল হোসেন শান্ত, ইমতিয়াজ হোসেন তান্নারা ভালো করতে ব্যর্থ হলে ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে এইচপি। সেখান থেকে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে টেনে তুলেন তানভীর ও আবুল হাসান রাজু। ৩১ রান করে রাজু বোল্ড হলে অটল ছিলেন তানভীর। শেষ পর্যন্ত ১০ নম্বর ব্যাটসম্যান জুবায়ের রহমানকে নিয়ে ১৩ রানের জুটি গড়ে দলকে ১ উইকেটে কষ্টের জয় উপহার দেন তানভীর। ম্যাচ জেতানো তানভীর অপরাজিত থাকেন ৫১ রানে।

এনটি আমন্ত্রিত একাদশ : ১৮৯/৭, ৫০ ওভার (মার্টিন ২, ডয়েল ২৪, গ্রেগরি ৪২, ডিকম্যান ৭৩, ফ্রাই ৪, ডিক ১৪, ডেভ ৬, মাইলিয়াস ৬*, রায়ান ১*। আবু হায়দার ১০-৪-২৮-১, আবু জায়েদ ৯-০-৫০-১, আবুল হাসান রাজু ৭-১-৩৪-২, সাইফউদ্দিন ৯-১-২৩-১, জুবায়ের ৯-০-৩৩-১, তানভীর ৬-১-১৭-০)।

বিসিবি এইচপি : ১৯০/৯, ৪৯.৩ ওভার (লিটন দাস ৪১, এনামুল বিজয় ২০, নাজমুল হাসান শান্ত ১, মারুফ হাসান ৭, ইমতিয়াজ হোসেন ৯, তাসামুল হক ৭, তানভীর হায়দার ৫১*, সাইফউদ্দিন ৪, আবুল হাসান ৩১, আবু হায়দার রনি ৪, জুবায়ের রহমান লিখন ১*। মার্টিন ৩/৩৪, বিঙ্কস ১/২৫, গ্রেগরি ২/৩৫, ডয়েল ১/২৭, ডেভ ১/১৫)।

ফল : এইচপি ১ উইকেটে জয়ী

সর্বশেষ খবর