বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মেসির কাঙ্ক্ষিত সেই চুক্তি

ক্রীড়া ডেস্ক

মেসির কাঙ্ক্ষিত সেই চুক্তি

লিওনেল মেসি একের পর এক অসাধারণ সব জয় উপহার দিচ্ছেন বার্সেলোনা। তিনি মাঠে না থাকলেই সবকিছু কেমন বদলে যায়। বার্সেলোনার ধার কমে যায় অনেকটাই। মাঝ মাঠ আর আক্রমণভাগ মুখ থুবড়ে পড়ে। সেই লিওনেল মেসির চুক্তি শেষ হয়ে যাবে ২০১৮ সালে। সময়মতো চুক্তি করতে ব্যর্থ হলে হাতছাড়া হতে পারেন আর্জেন্টাইন জাদুকর। চারদিক থেকে মেসি শিকারিরা কড়া নজর রাখছিল। তবে বার্সেলোনা সন্দেহের কোনো সুযোগ রাখল না। বিয়ের পর হানিমুনে আছেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্পে ফিরলেই মেসির সঙ্গে নতুন চুক্তি করবে বার্সেলোনা। আরও চার বছর স্পেনের শীর্ষ ক্লাবটিতে থাকবেন আর্জেন্টিনার এই তারকা।

বার্সেলোনা গতকাল এক বিবৃতিতে জানায়, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকবেন ৩০ বছর বয়সী লিওনেল মেসি। কয়েকদিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে। মেসির বর্তমান চুক্তি ২০১৮ সালের জুনে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এর নবায়ন এতদিন ঝুলে ছিল। নতুন চুক্তিতে আরও তিন বছর বার্সেলোনায় থাকতে যাচ্ছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেল্লা রোকুুজ্জোকে বিয়ের পর এখন মধুচন্দ্রিমায় আছেন মেসি। মৌসুম পূর্ব অনুশীলনের জন্য স্পেনে ফিরলেই তিনি চুক্তিতে সই করবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি জানিয়েছে, মেসির ইচ্ছানুযায়ীই নতুন চুক্তি করা হচ্ছে। ২০০৪ সালে সিনিয়র দলে অভিষেক হওয়ার পর পুরো ক্যারিয়ারটাই বার্সেলোনায় কাটিয়েছেন মেসি। ক্লাবটির হয়ে লা লিগার আটটি ও চ্যাম্পিয়ন্স লিগের চারটি শিরোপাসহ জিতেছেন মোট ২৯টি ট্রফি। গত মৌসুমে ক্লাবের হয়ে ৫২ ম্যাচে করেছেন ৫৪ গোল। সব মিলিয়ে বার্সেলোনার জার্সিতে করেছেন রেকর্ড ৫০৭টি গোল। ক্লাবের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ এ গোলদাতা নতুন চুক্তিতে বেতন-ভাতা কেমন পাবেন তা এখনো জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, লিওনেল মেসির বাই আউট ক্লজ হতে যাচ্ছে ৩০০ মিলিয়ন ইউরো (২ হাজার ৭৫০ কোটি প্রায়)। বাই আউট ক্লজ বাড়ছে, এর অর্থ মেসির বেতনও বাড়ছে আগের তুলনায় অনেকটা। সম্ভবত তিনি সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হতে যাচ্ছেন। বেশ কয়েক মাস আগেই বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমিউ বলেছিলেন, মেসিরই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া উচিত। দেখা যাক, মেসির বেতন এবার কত হয়!

সর্বশেষ খবর