বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অনেক হিসাবের ওয়ানডে আজ

ক্রীড়া ডেস্ক

অনেক হিসাবের ওয়ানডে আজ

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল

ভারতের কোচ কে হবেন, এখনো ঠিক হয়নি। টম মুডি, ফিল সিমন্স, এন্ডি পাইবাস, বীরেন্দার  শেবাগদের পেছনে ফেলে বিরাট কোহলিদের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রবী শাস্ত্রী। ভারতীয় অধিনায়ক চাইছেন শাস্ত্রীকে। চাইছেন শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট লিজেন্ড। এমন পরিস্থিতি যখন ভারতীয় ক্রিকেটে কোচ মনোনয়নে, তখন কোহলিরা আজ কিংস্টোনে ওয়ানডে সিরিজের শেষটি খেলতে নামবেন। যদি জিতে যান কোহলিরা, তাহলে নিশ্চিত হবে সিরিজ এবং র‌্যাঙ্কিংয়ে পয়েন্টও বাড়বে। এতে লাভবান হবে বাংলাদেশ। কারণ ক্যারিবীয়দের র‌্যাঙ্কিং পয়েন্ট এক কমে দাঁড়াবে ৭৮। তখন বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ১৬। আজকের ম্যাচের আগে বাংলাদেশ পয়েন্ট ৯৪ এবং ওয়েস্ট ইন্ডিজের ৭৯। ভারত সিরিজ জিতে গেলে ক্যারিবীয়দের পয়েন্ট দাঁড়াবে ৭৮। যদি জিতে যায় হোল্ডাররা, তাহলে র‌্যাঙ্কিং পয়েন্ট দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজের ৮১। তখন পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে ১৩-তে। র‌্যাঙ্কিং পয়েন্টের এত হিসাব করা হচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্য। চলতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। তাই এত হিসাব-নিকাশ। কারণ, ২ জুলাই আইসিসির ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে, ৮ নম্বরের শ্রীলঙ্কার পয়েন্ট ৯১ এবং ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৯। অবশ্য আজ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলবে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। যদি হেরে যায় শ্রীলঙ্কা, তাহলে তাদের পয়েন্ট কমে যাবে ২। এতেও লাভবান হবেন মাশরাফিরা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীরা এগিয়ে ২-১ ব্যবধানে। পোর্ট অব স্পেনের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয়টি কোহলি বাহিনী জয় পায় ১০৫ রানে। তৃতীয়টিও জিতে নেয় ৯৩ রানে। টানা দুটি ওয়ানডে সহজে জেতায় অনেকটাই নিশ্চিত হয়ে যায়, সিরিজ জিতে যাচ্ছে ভারত। কিন্তু নর্থ সাউন্ডে চার নম্বর ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেলে ১১ রানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ই আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের। দলটি চাইছে সিরিজে সমতা আনতে। ওয়ানডে সিরিজের এমন হাল যখন, তখন ৯ জুলাই একমাত্র টি-২০ ম্যাচে ফিরিয়ে এনেছে দেশটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইলকে। গেইল এখন সারা বিশ্ব চষে বেরিয়ে টি-২০ ক্রিকেট খেলছেন। ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন এই হার্ড হিটার। গেইল সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২০১৬ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে। এরপর আর সুযোগ পাননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর