বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রিয়াল ছাড়লেন পেপে

ক্রীড়া ডেস্ক

পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন পেপে। ১০ বছর হয়ে গেল, লস ব্ল্যাঙ্কোসদের রক্ষণ সামলাচ্ছেন পেপে। ফিটনেস ধরে রেখে সফলই ছিলেন তিনি। ৩৩৪ ম্যাচে ১৫টা গোলও করেছেন পেপে। তবে গত মৌসুমে অনেক কিছুই বদলে যায়। কারভাহালরা পেপের স্থান কেড়ে নেন। গত মৌসুমে পেপে মাত্র ১৩টা ম্যাচ খেলেছেন লা লিগায়। সবমিলিয়ে রিয়ালের জার্সিতে ১৮টা! অথচ রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলেছে ৫০টারও উপরে! পেপের প্রয়োজন যেন অনেকটাই ফুরিয়ে গেছে রিয়াল মাদ্রিদে। এ কারণেই সম্ভবত নতুন ঠিকানার খোঁজ করছিলেন এ পর্তুগিজ ডিফেন্ডার। ৩৪ বছরের পেপে তার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। তিনি তুর্কি ক্লাব বেসিকতাসে যোগ দিচ্ছেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রিতেই তিনি নতুন ক্লাবে যোগ দিয়েছেন। তবে বেসিকতাসের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অবশ্য পেপের পারফরম্যান্সে রিয়াল কর্তৃপক্ষ সন্তুষ্ট ছিলেন না। তাকে অবহেলার চোখেই দেখা হচ্ছিল। তাই রিয়াল ছেড়ে নতুন ঠিকানা বেছে নিলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর