বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চিকুনগুনিয়া আতঙ্কে ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক

চিকুনগুনিয়া জ্বরে কাঁপছে দেশ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে পেশাদার লিগে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ক্লাবগুলো এ নিয়ে ভীষণ চিন্তিত। ২৮ জুলাই  দেশসেরা এই লিগের পর্দা ওঠার কথা। ফেডারেশন কাপ শেষের পর ১২ জুন থেকেই লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে লিগ পিছিয়ে দেওয়া হয়। এরমধ্যে অন্যতম কারণ ছিল চিকুনগুনিয়া। বেশ কয়েকটি ক্লাবের ফুটবলাররা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জ্বর সারলেও এতটা দুর্বল হয়ে পড়েন যে অনুশীলন করতে পারেননি।

২৮ জুলাই লিগ শুরু। কিন্তু কয়েকটি ক্লাবের ফুটবলাররা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনুশীলনের বদলে বিছানায় শুয়ে আছেন। যারা সুস্থ রয়েছেন তাদেরও দুর্বলতা ভালোভাবে কাটেনি। অনুশীলনে অল্পতেই কাহিল হয়ে পড়ছেন। ফুটবল দমের খেলা, এ অবস্থায় দুর্বলতা না কাটলে খেলোয়াড়রা মাঠে দৌড়াবেন কীভাবে, এ নিয়ে চিন্তিত ক্লাব কর্মকর্তারা। এই জ্বর আফ্রিকা থেকে এসেছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। অথচ চিকুনগুনিয়ায় আক্রান্ত স্থানীয়দের দুর্বলতা দেখে বিভিন্ন ক্লাবের আফ্রিকান ফুটবলাররা এতটা ভয় পেয়ে গেছেন যে, তারা ঢাকায় থাকতে চাচ্ছেন না। কিছু ক্লাব চিকুনগুনিয়া নিয়ে খুবই সতর্ক। খেলোয়াড়দের নিয়মিত চেকআপ করানো হচ্ছে। লিগ শুরুর পর যদি খেলোয়াড়রা চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তখনতো দলে দুর্দশা নেমে আসবে। এ নিয়ে ক্লাব কর্মকর্তারা চিন্তিত। শুধু ফুটবল নয়, চিকুনগুনিয়া নিয়ে হকি কর্মকর্তারাও চিন্তিত। অক্টোবরে ঢাকায় এশিয়ান কাপ হকি হবে। বাংলাদেশের আবাসিক ক্যাম্প অনেক আগেই শুরু হয়েছে। কোনো খেলোয়াড় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন কিনা এ তথ্য হকি ফেডারেশন জানাতে পারেননি। তবে বিষয়টি নিয়ে তারা চিন্তিত। হকি পৃথিবীর অন্যতম পরিশ্রমী খেলা। যদি কেউ চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তখনতো বিপাকে পড়ে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া আসবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের ঝামেলা মিটে গেলে ১৮ আগস্টই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আসার কথা। দুই দলের মধ্যে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। টাইগারদের ক্যাম্প শুরু না হলেও বিসিবিও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কে আছে। সামনে আবার দক্ষিণ আফ্রিকারও সফর আছে। এ অবস্থায় কোনো ক্রিকেটার চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে এর প্রভাব তো মাঠে পড়বে। শুধু খেলোয়াড় নন, অনেক কর্মকর্তা ইতিমধ্যেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। দুর্বলতার কারণে তারা ফেডারেশনে আসা বন্ধ করে দিয়েছেন। সত্যিই এই জ্বর ক্রীড়াঙ্গনে          আতঙ্ক ছড়িয়েছে।

সর্বশেষ খবর