রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কেন্টের বিপক্ষে আজ খেলবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

কেন্টের বিপক্ষে আজ খেলবেন তামিম

টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন ফরম্যাটেই বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। বাঁ হাতি ওপেনার রয়েছেন ফর্মের তুঙ্গে। দারুণ খেলছেন তিন ফরম্যাটেই। কিছুদিন আগে সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১১ বছরের ব্যবধানে অংশ নিয়ে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। টাইগারদের সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক তামিম। চার ম্যাচে একটি সেঞ্চুরিসহ রান করেছেন ২৯৫। দুর্দান্ত পারফরম্যান্সের ফলও পেয়েছেন হাতেনাতে। আইসিসির বাছাইকৃত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েছেন এসেক্সের পক্ষে কাউন্টি ক্রিকেট খেলার। দ্বিতীয়বারের মতো ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে তামিম এখন ইংল্যান্ডে। আজ প্রতিপক্ষ কেন্টের বিপক্ষে খেলতে নামার সম্ভাবনা উজ্জ্বল দুরন্ত ফর্মে থাকা তামিমের। এসেক্স যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, তাতে রয়েছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের নামটি। দেশসেরা ওপেনার এর আগে নটিংহামশায়ারের পক্ষে খেলেছিলেন প্রথমবারের মতো। এসেক্সের স্কোয়াডে তামিম ছাড়াও বিদেশি ক্রিকেটার রয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির, অধিনায়ক নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসক্যাটে, পাকিস্তানের আজহার জাইদি। এসেক্স গতকাল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘রবিবার (আজ) ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে কেন্টের বিপক্ষে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ক্রিস সিলভারউড। অভিষেকের অপেক্ষায় রয়েছেন তামিম ইকবাল।’

এসেক্স স্কোয়াড

রায়ান টেন ডেসকাট (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আমির, রবি বোপারা, বরুন চোপড়া, ম্যাট ডিক্সন, জেমস ফস্টার (উইকেটরক্ষক), সাইমন হারমার, ড্যান লরেন্স, জেমি ফোরটার, কলাম টেলর, পল ওয়াল্টার, টস ওয়েস্টলি, অ্যাডাম হুইটার ও আজহার জাইদি।

সর্বশেষ খবর