শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কঠিন গ্রুপে ভারত

ক্রীড়া ডেস্ক

ছয়টি ফুটবল কনফেডারেশনের ২৪টি দল নিয়ে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। প্রথমবারের মতো ফিফার কোনো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। আগেই নিশ্চিত হয়েছিল ২৪ দলের বিশ্বকাপ। এবার ড্র আর সূচিও ঠিক হয়ে গেল। চূড়ান্ত পর্বের ড্রতে স্বাগতিক ভারত এ গ্রুপে মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন ঘানা, যুক্তরাষ্ট্র ও ল্যাটিন পরাশক্তি কলম্বিয়ার। গ্রুপপর্ব পাড়ি দেওয়া ভারতের জন্য বলতে গেলে প্রায় অসম্ভব। দেখা যাক সুনীলদের উত্তরসূরিরা ম্যাজিক্যাল কিছু করতে পারে কি না! এদিকে বি গ্রুপে ল্যাটিন দল প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে মালি, নিউজিল্যান্ড ও তুরস্ক। এছাড়াও সি গ্রুপে ইরান, গিনি, জার্মানি ও কোস্টারিকা, ডি গ্রুপে ব্রাজিল, স্পেন, উত্তর কোরিয়া ও নাইজার, ই গ্রুপে ফ্রান্স, জাপান, হন্ডুরাস ও নিউ ক্যালেডোনিয়া এবং এফ গ্রুপে ইংল্যান্ড, চিলি, মেক্সিকো ও ইরান মুখোমুখি হচ্ছে। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ৬ অক্টোবর কলম্বিয়া-ঘানা ও ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হচ্ছে।

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

গ্রুপ এ: ভারত, যুক্তরাষ্ট্র, ঘানা ও কলম্বিয়া।

গ্রুপ বি: প্যারাগুয়ে, মালি, নিউজিল্যান্ড ও তুরস্ক।

গ্রুপ সি: ইরান, গিনি, জার্মানি ও কোস্টারিকা।

গ্রুপ ডি: ব্রাজিল, স্পেন, উত্তর কোরিয়া ও নাইজার।

গ্রুপ ই: জাপান, ফ্রান্স, হন্ডুরাস ও নিউ ক্যালেডোনিয়া।

গ্রুপ এফ: ইংল্যান্ড, চিলি, মেক্সিকো ও ইরাক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর