রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ছুটে চলেছেন ভেনাস

ক্রীড়া ডেস্ক

ছুটে চলেছেন ভেনাস

উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস ২০০৯ সালে উইম্বলডনের ফাইনাল খেলার পর যেন হারিয়েই গিয়েছিলেন। তবে ধীরে ধীরে নিজেকে ফিরিয়ে এনেছেন তিনি। গত বছর থেকেই ভেনাস উইলিয়ামস টেনিস কোর্টের অন্যতম ফেবারিট। উইম্বলডনে গতবার সেমিফাইনাল খেলেছিলেন তিনি। এ বছর অস্ট্রেলিয়া ওপেনে খেলেছেন ফাইনাল। ফ্রেঞ্চ ওপেনে অবশ্য চতুর্থ রাউন্ড খেলে বিদায় নিয়েছেন। তবে উইম্বলডনে ছুটে চলেছেন তিনি। এরই মধ্যে নিশ্চিত করেছেন চতুর্থ রাউন্ড। গত শুক্রবার ভেনাস উইলিয়ামস ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে হারিয়েছেন নাওমি ওসাকা। দেখা যাক, এবার ভেনাস কতদূর যেতে পারেন। সেরেনার অনুপস্থিতিতে ভেনাসের কাঁধেই উইলিয়ামস পরিবারকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়েছে।

এদিকে মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপ। তিনি ৬-৪, ৭-৬ (৯/৭) গেমে হারিয়েছেন পেঙ সুই। বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ তরুণী হিথার ওয়াটসনকে। এছাড়াও মেয়েদের এককে তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন ব্রিটিশ তরুণী ইয়োহানা কন্তা, ইউক্রেনের এলিনা সভিতলিনা এবং লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো। পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। তিনি ৬-২, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে হারিয়েছেন ফ্যাবিও ফগনিনিকে। পুরুষ এককে জয় পেয়েছেন স্প্যানিয়ার্ড রাফায়েল নাদালও। তিনি ৬-১, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন রাশিয়ার ক্যারেনকে। উইম্বলডনে পুরুষ এককের চার ফেবারিট (ফেদেরার, নাদাল, মারে ও জকোভিচ) শিরোপার পথেই ছুটে চলেছেন। দেখা যাক, এবার লড়াইয়ে জয় পান কে! পুরুষ এককে গত শুক্রবার চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচ, দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন এবং লুক্সেমবার্গের গিলস মুলারও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর