বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কোর্ট নিয়ে ক্ষেপেছেন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রতিপক্ষ বিশ্বের ৫১ নম্বর খেলোয়াড় ফ্রান্সের আদ্রিয়ান ম্যানারিনো। ম্যাচের আগে থেকেই কাঁধের সমস্যায় ভুগছিলেন জকোভিচ। তবে গত মঙ্গলবার তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিল উইম্বলডন ভেন্যুর সেন্টার কোর্ট। ম্যাচ খেলতে নেমে জকোভিচ দেখেন কোর্টের মাঝখানে গর্ত! ম্যাচের পর এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জকোভিচ বলেন, ‘সেন্টার কোর্টের মাঝখানে একটা গর্ত চোখে পড়েছিল। চেয়ার আম্পায়ারকে তা বলায় উনি গর্তটা দেখাতে বললেন। তাকে ম্যাচের শেষে গর্তটা দেখালাম। সব দেখে উনিও খুব অসন্তুষ্ট হয়েছেন।’ সার্বিয়ান এ তারকা আরও বলেন, ‘এ বছর কোর্টের অবস্থা খুব ভালো নয়। অনেক খেলোয়াড়ই এ ব্যাপারে একমত। আমি নিশ্চিত এখানকার গ্রাউন্ডসম্যানরা বিশ্বের সেরা। তবে ঘাসের কোর্টের রক্ষণাবেক্ষণ খুব জটিল কাজ।’ সেই জটিল কাজটা এবার সম্ভবত ঠিকমতো করতে পারছে না কর্তৃপক্ষ! অন্তত জকোভিচের অভিযোগ থেকে তাই প্রমাণ হয়। এদিকে ম্যানারিনোকে ৬-২, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জকোভিচ গতকালই চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচের মুখোমুখি হয়েছেন।

সব ঠিক থাকলে সেমিফাইনালে তার দেখা হতে পারে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে।

সর্বশেষ খবর