শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস গড়ার অপেক্ষায় ফেদেরার

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ার অপেক্ষায় ফেদেরার

বয়স ৩৫। টেনিসের মতো দুর্দান্ত গতির খেলায় টিকে থাকা কঠিনই। কিন্তু রজার ফেদেরার বলেই টিকে আছেন। বেশ দাপুটের সঙ্গেই টিকে আছেন এই সুইস টেনিস তারকা। উইম্বলডনের চলতি আসরের ফাইনাল খেলার অন্যতম দাবিদার তিনি। আজ সেমিফাইনালে মুখোমুখি হবেন টমাস বার্ডিকের। যদি ফাইনালে উঠেন, তাহলে বাকি থাকবে আর একটি ম্যাচ। যা তাকে উইম্বলডনের ইতিহাসে অমরত্ব দিবে। অল ইংল্যান্ড গ্রাস কোর্টের ৮টি শিরোপা জিতে নিজেকে ঠাঁই দিবেন অন্য উচ্চতায়। যেখানে আর কেউ নেই। পিট স্যাম্প্রাস উইম্বলডন জিতেছেন ৭ বার। এবার ফেদেরার জিতলে টপকে যাবেন স্যাম্প্রাসকে। উইম্বলডনের ইতিহাসে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় ৮ বার শিরোপা জিতেননি। ৭ বার করে উইম্বলডনের শিরোপা জিতেছেন ফেদেরার ও পিট স্যাম্প্রাস। বিশ্বের সবচেয়ে অভিজাত টেনিস টুর্নামেন্টের পুরুষদের ফাইনাল রবিবার। ফেদেরার ক্যারিয়ারে গ্র্যান্ডস্লাম জিতেছেন ১৮টি। উইম্বলডন ৭, ইউএস ও অস্ট্রেলিয়ান ৫টি করে এবং ফ্রেঞ্চ ওপেন জিতেছেন মাত্র একবার। উইম্বলডনের ইতিহাসে ফেদেরার দ্বিতীয় বয়োজৈষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলছেন সেমিফাইনালে। এর আগে কেন রসওয়াল ১৯৭৪ সালে ৩৯ বছর বয়সে সেমিফাইনালে খেলেছিলেন। ফেদেরারের ফাইনালে উঠার প্রতিপক্ষ বার্ডিক ২০১০ সালে ফাইনাল খেলেছিলেন উইম্বলডনের। ফেদেরার উইম্বলডনের শিরোপা জিতেছেন ২০০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ এবং ২০০৯, ২০১২। এবার জিতলে সেটা হবে অতিমানবীয় অষ্টমবার। ফেদেরারের দিকে এখন টেনিসপ্রেমীদের নজর। সম্ভাব্য চার শিরোপাজয়ীর তিনজনই বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। গত আসরের চ্যাম্পিয়ন নোভাক জকোভিক ইনজুরির জন্য প্রথম সেট জিতেও সরে দাঁড়ান। রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারেও বিদায় নেন। ফলে এখন সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় সবার উপরে ফেদেরার। তারপরও নিজের উপর প্রচণ্ড আত্মবিশ্বাসী। যদিও সেমিফাইনালে তিন খেলোয়াড়কে সমীহ করেই বলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা, ‘সেমিফাইনালে জায়গা নেওয়া তিনজনই আমার চেয়ে শক্তিশালী ও লম্বা। তারপরও আমি আত্মবিশ্বাসী আমার খেলার ধরনে। আমার ধারাবাহিকতাই আমার শক্তিশালী অস্ত্র।’ প্রতিপক্ষ টমাস বার্ডিককে শক্তিশালী বলতে কার্পণ্য করেননি ফেদেরার, ‘বার্ডিক শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমার সময়টা ভালো যাচ্ছে। সত্যি বলতে কে ফেবারিট, এ নিয়ে আমি ভাবছি না। শুধু জানি, আমি আত্মবিশ্বাসী।’

সর্বশেষ খবর