শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

জমকালো উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিবেদক

সোনালী অতীত ও গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে আজ শুরু হচ্ছে ওয়ালটন প্রথম ব্যতিক্রমী আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। থাকবেন দেশের পরিচিত ফুটবল ব্যক্তিত্বরা। ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা সাবেক প্রখ্যাত ফুটবলার শেখ মো. আসলাম জানান তরুণদের মাঠে মনোযোগী করতে এমন আসরের আয়োজন করা হচ্ছে। দেশের ১ নম্বর ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক টুর্নামেন্ট হবে। এতে করে তরুণদের মধ্যে ফুটবল ঘিরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। আসলাম বলেন, আশা রাখি প্রতিবছরই এ টুর্নামেন্ট হবে। ভবিষ্যতে এই আসর থেকে প্রতিভাবান ফুটবলারের সন্ধান মিলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর