শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ব্যালন ডি’অর

পিকেও বলছেন ফেবারিট রোনালদো

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির সঙ্গে কারও তুলনা করতে রাজি নন তার বার্সা সতীর্থ জেরার্ড পিকে। স্প্যানিশ এ ডিফেন্ডারের ভাষায়, ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। তারপর আর বিকল্পের প্রয়োজন আছে নাকি! তবে ব্যালন ডি’অরের প্রশ্নে দ্বিধা আছে পিকের মধ্যে। গত মৌসুমে ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি (৩৭ গোল)। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে লা লিগা ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। এ কারণে এবার ব্যালন ডি’অরের জন্য রোনালদোকেই ফেবারিট মানছেন জেরার্ড পিকে। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জয় করেছে। এবার সেই ফেবারিট।’ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করার বেশি দেরি নেই। দেখা যাক, এবার মেসি-রোনালদোর লড়াইয়ে কে জিতে! নাকি নতুন কেউ এসে এখানে ভাগ বসায়! ২০০৮ সালের পর থেকে এই পুরস্কার মেসি এবং রোনালদোর বাইরে কেউ জিতেনি। লিওনেল মেসি পাঁচবার এবং রোনালদো চারবার এই পুরস্কার জয় করেছেন।

সর্বশেষ খবর