সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সেনেগাল ফুটবলে ট্র্যাজেডি

আট দর্শক নিহত

ক্রীড়া ডেস্ক

আট দর্শক নিহত

সেনেগালের রাজধানী ডাকারের দেম্বা দিওপ স্টেডিয়ামে এক ফুটবল ম্যাচে দাঙ্গার মাঝে স্টেডিয়ামের দেওয়াল ভেঙে আটজন নিহত হয় — এএফপি

ফুটবলে দাঙ্গার ঘটনা নতুন নয়। এসব দাঙ্গায় মৃত্যুর সংখ্যাও অনেক। সমর্থকদের উত্তেজনা মাঝে-মধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটায়। এমনটা আবারও ঘটল ফুটবল মাঠে। সেনেগালের রাজধানী ডাকারের দেম্বা দিওপ স্টেডিয়ামে লিগ কাপ ফাইনাল শেষ হওয়ার পরই ফুটবল সমর্থকরা দাঙ্গা শুরু করেন। সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, ওয়াকাম ও ডি মবোরের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পরই দুই দলের সমর্থকরা পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একসময় দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করে। এই দাঙ্গার ফলে সমর্থকরা দ্রুত স্টেডিয়াম ত্যাগ করতে চাইলে অতিরিক্ত চাপে গ্যালারির দেয়াল ধসে পরে। এ অবস্থায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর মধ্যে অ্যাম্বুলেন্সও সময়মতো পৌঁছতে ব্যর্থ হয়। এ ঘটনায় ৮ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন বলে জানিয়েছে এপিএস। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল টুইটার বার্তায় বলেছেন, দায়ীরা শাস্তি পাবে। এমন ভয়ঙ্কর ঘটনায় সেনেগালে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে। এ মাসের শেষের দিকেই সেনেগালে নির্বাচন। নির্বাচনের পরই সেনেগালে খেলা অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া বিচার বিভাগীয় তদন্তও শুরু করেছে সেনেগাল। এর আগের অসংখ্য ঘটনায় দায়ীদের তেমন একটা খুঁজে পাওয়া যায়নি। দেখা যাক, সেনেগাল খুঁজে পায় কিনা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর