সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আশার আলো জ্বলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে

ক্রীড়া ডেস্ক

আশার আলো জ্বলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে

দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় ছিল এত দিন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) লভ্যাংশের অর্থ পুনর্বণ্টন মেনে না নেওয়ায় ৩০ জুনের পর ২৩০ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেকার হয়ে পড়েন। এতে করে বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। সংশয়ের বেড়াজালে আটকে পড়ে বাংলাদেশ সফর ও অ্যাশেজ। তবে এখন বরফ গলতে শুরু করেছে। ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বৈঠক করেছেন ক্রিকেটারদের সংগঠন এসিএ-এর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে। দুই প্রধান নির্বাহীর বৈঠকের পর থেকেই এখন আশার আলো জ্বলতে শুরু করেছে। দুই পক্ষ গত দুই দিন ধরে নিজেদের মধ্যে বৈঠক করছে। দুই পক্ষকে বৈঠকে বসতে সাহায্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর ও নিও সাউথ ওয়েলসের সাবেক ফাস্ট বোলার নিল ম্যাক্সওয়েল। আগের চুক্তি অনুযায়ী মোট লভ্যাংশের ২৫ শতাংশ পেত জাতীয় দলের ক্রিকেটারসহ ২৩০ ক্রিকেটার। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড নতুন করে রাজি হচ্ছিল না চুক্তি নবায়ন করতে। ক্রিকেটারদের সংগঠন এসিএও চুক্তি নবায়ন না করলে খেলা থেকে বিরত থাকবে বলে জানিয়ে দেয়। এরপর থেকে গত আড়াই সপ্তাহ কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট। এখন দুই পক্ষের  বৈঠকে ক্রিকেটারদের সংগঠন লভ্যাংশের পরিমাণ কমাতে রাজি হওয়ায় বরফ গলতে শুরু করেছে। তাই আশার আলোও জ্বলতে শুরু করেছে  সমস্যা সমাধানের।

সর্বশেষ খবর