সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
মহিলা বিশ্বকাপ ক্রিকেট

সেমিফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক

মহিলা বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা এখন তুঙ্গে। লিগ পর্ব পেরিয়ে সেমিফাইনালের লড়াই এবার। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আগেই সেমিফাইনাল নিশ্চিত করে। ঝুলে ছিল নিউজিল্যান্ড ও ভারতের ভাগ্যে। যারা জিতবে তারাই শেষ চারে জায়গা করে নেবে। সফল হয়েছে ভারত। শনিবার ডার্বিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি ভারতের মেয়েরা। ১৮৬ রানের বিশাল জয় পেয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ২১ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক মিতালি রাজ ও হারপিক কাউর জুটি ১৩২ রান যোগ করেন। ৬০ রানে কাউর সাজ ঘরে ফেরত গেলেও মিতালি দুর্দান্ত ব্যাটিং করেন। ১২৩ বলে ১০৯ রান সংগ্রহ করেন। তার সেঞ্চুরিতে মূলত ২৬৫ রান তুলতে সমর্থ হয় ভারত। কৃষ্ণার ৭০ রানও দলের উপকারে আসে। মহিলা ক্রিকেটার হিসেবে মিতালিই প্রথম ৬ হাজার রান অতিক্রম করলেন। ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। ২৫.৩ ওভারে তারা ৭৯ রানেই অলআউট হয়ে যায়। গায়কোর্ডয়াড মূলত প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধস নামেনি। তিনি ১৫ রানে ৫ উইকেট দখল করেন। ২০ জুলাই ডার্বিতে ভারত সেমিতে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর