মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস গড়ার পথে কেটি লেদেকি

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ার পথে কেটি লেদেকি

সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করার চেয়ে সহজ কাজ যেন আর নেই মার্কিন সাঁতারু কেটি লেদেকির কাছে। এবার তিনি একটা দারুণ রেকর্ড করতে চলেছেন। স্বদেশি মিসি ফ্র্যাঙ্কলিনের রেকর্ড ভেঙে দিতে যাচ্ছেন লেদেকি। সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণপদক জিতে শীর্ষে ছিলেন ফ্র্যাঙ্কলিন। এরই মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণপদক জিতে ফ্র্যাঙ্কলিনের সমান্তরালে পৌঁছে গেছেন লেদেকি। এছাড়াও ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ফাইনাল নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী এ সাঁতারু। আজকের ফাইনাল জিতলেই তিনি সবার উপরে পৌঁছে যাবেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লেদেকি ৪০০ মিটার ফ্রি স্টাইলে ৩ মিনিট ৫৮.৩৪ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছেন কেটি লেদেকি। স্বর্ণ জিতেছেন চার গুনিতক ১০০ মিটার ফ্রি স্টাইলেও। আজ ১৫০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জিতলে প্রথম মেয়ে হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১২টি স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়বেন। কেটি লেদেকি কি এই ইতিহাস গড়তে পারবেন! মার্কিন এই মেয়ে আছেন দুর্দান্ত ফর্মে। ফিটনেস দারুণ। তিনি বলেন, ‘আমি খুবই ভালো বোধ করছি। আমি কেবল ভালোভাবে সাঁতার কাটতে চাই। আর ফাইনালে ভালো একটা লেন চাই।’

সর্বশেষ খবর