শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বোনাস ‘এল ক্ল্যাসিকো’

ক্রীড়া ডেস্ক

মঞ্চটা হাজার হাজার মাইল দূরে। দর্শক সারিতে স্প্যানিশ মুখ খুব কমই থাকবে। গ্যালারিতে মার্কিনিদের আধিপত্য থাকবে। তবে উত্তেজনায় কোন কমতি থাকবে না। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় মৌসুমপূর্ব ‘এল ক্ল্যাসিকো’য় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগায় দুটি এল ক্ল্যাসিকো দেখবেন ভক্তরা। কোপা দেল রে কাপ আর চ্যাম্পিয়ন্স লিগেও ভাগ্য ভালো হলে এল ক্ল্যাসিকোর দেখা মিলতে পারে। তবে এর আগেই একটা অতিরিক্ত এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পেলেন ভক্তরা। বোনাস এই এল ক্ল্যাসিকো ঘিরে এরই মধ্যে উত্তেজনার পারদ অনেকটা চড়েছে। এল ক্ল্যাসিকোর লড়াই মানেই অন্যরকম এক আবহ। এ লড়াই কোথায়, কখন আর কেন— এ প্রশ্ন করে না কেউ। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের লড়াই দেখতে ভক্তরা তো বটেই, ফুটবলের কিংবদন্তিরাও মুখিয়ে থাকেন। ফুটবলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই এল ক্ল্যাসিকো। সব মিলিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ২৬৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১১০ বার জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ জিতেছে ৯৭ বার। ড্র হয়েছে বাকি ৫৯ বার। পরিসংখ্যানই বলছে, কি দুর্দান্ত সব ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা। শত বছরের পুরনো এ লড়াই এখন ভিন্ন মাত্রা পেয়েছে। একদিকে আছেন এমএসএন ত্রয়ী, অন্যদিকে বিবিসি। এ ত্রয়ীদের লড়াই দেখার মতো। অবশ্য আজ বিবিসির মূল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে থাকছেন না। তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণেই যাননি। বিশ্রামে আছেন। এদিকে স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোর তারিখ নিশ্চিত হয়েছে। বার্সেলোনা সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে যাবে ২০ ডিসেম্বর। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ন্যু ক্যাম্পে খেলতে আসবে আগামী বছরের ৬ মে। লা লিগার শিরোপা নির্ধারণী দুটি ম্যাচের জন্য আগামীকালের প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ দুই স্প্যানিশ জায়ান্টের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর