শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জয় দেখছে ভারত

ক্রীড়া ডেস্ক

গল টেস্টে জয় দেখতে পাচ্ছে ভারত। তৃতীয় দিন শেষে কোহলিদের লিড ৪৯৮ রান। প্রথম ইনিংসে ৬০০ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে করেছে ১৮৯ রান। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯১ রানে।

গতকাল ফলোঅনে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কোহলিরা তাদের ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিং করতে নামে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসটাও দারুণ শুরু করেছে সফরকারীরা। হাফ সেঞ্চুরি করেছেন অভিনব মুকন্দ। তার ব্যাট থেকে এসেছে ৮১ রান। অধিনায়ক বিরাট কোহলি ৭৬ রানে অপরাজিত রয়েছেন। আগের দিন ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছিল শ্রীলঙ্কা। ম্যাথুস ৫৪ এবং ৬ রানে অপরাজিত ছিলেন পেরেরা। গতকাল ম্যাথুস-পেরেরা জুটি দারুণভাবে শুরু করেছিলেন। কিন্তু ৮৩ রানে গিয়ে আটকে যান লঙ্কান সাবেক অধিনায়ক। তবে পেরেরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন। সঙ্গীর অভাবে সেঞ্চুরি খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। ৯২ রানে অপরাজিত থাকতে হয়েছে তাকে। তৃতীয় দিন শেষেই শ্রীলঙ্কার মাথায় রানের পাহাড়। হয়তো আজও প্রথম সেশনটা ব্যাটিং করবে ভারত। এখন লিড ৪৯৮। কোহলিরা শ্রীলঙ্কাকে কত রানের টার্গেট দেয় সেটাই এখন দেখার বিষয়। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে কিংবা মিরাকল কিছু না ঘটলে এই ম্যাচ বাঁচানো লঙ্কানদের পক্ষে অসম্ভবই বটে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর