রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শেখ রাসেল মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ক্রীড়াচক্র আজ পেশাদার লিগের প্রথম খেলায় লড়বে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। মূলত তারকানির্ভর দল গড়ে থাকে শেখ রাসেল। এবার সেই ধারা থেকে বের হয়ে এসেছে। তরুণদের প্রাধান্য দিয়েই দল গড়া হয়েছে। তবে পাশে থাকছেন অভিজ্ঞ ফুটবলারও। কোচ শফিকুল ইসলাম মানিকের প্রশিক্ষণে তরুণরা নিজেদের গুছিয়ে নিয়ে মাঠে নামবে। ফেডারেশন কাপে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও তাদের গতিময় খেলা ছিল চোখে পড়ার মতো। ভুল-ত্রুটি শোধরানোর পর্যাপ্ত সময়ও পেয়েছে শেখ রাসেল। মানিক বলেন, ছেলেদের ওপর আমার আস্থা রয়েছে। আশা রাখি লিগে তারা সেরা খেলা উপহার দিতে পারবে। তবে এবার লিগ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বেশকটি দল সমমানের দল গড়েছে। সুতরাং শিরোপা জিততে হলে খেলোয়াড়দের যোগ্যতা প্রদর্শন করতে হবে। মানিক বলেন, গত মৌসুমটা আমাদের ভালো যায়নি। লক্ষ্য অবশ্যই শিরোপা। তবে এই সামর্থ্য মাঠে তুলে ধরতে হবে।

সর্বশেষ খবর