কষ্ট করতে হয়নি। ৪০০ মিটার স্প্রিন্টে দাপটের সঙ্গে শিরোপার ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ওয়েইড ভ্যান নিকার্ক। লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বীদের বেশ পেছনে ফেলে ৪৩.৭৮ সময় নিয়ে সোনা জেতেন এই ইভেন্টে বিশ্ব রেকর্ডধারী নিকার্ক। ৪৪.৪১ সেকেন্ডে সময় নিয়ে রুপা জিতেছেন বাহামাসের স্টিভেন গার্ডিনার। কাতারের ২০ বছর বয়সী বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন আবদালেলাহ হারুন ৪৪.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে গলায় ঝুলিয়েছেন তামার পদক।
গত বছর রিও অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে সোনা জেতেন এই আফ্রিকান অ্যাথলেট। এখন তিনি ২০০ মিটারেও সোনার প্রত্যাশা করছেন। আগামীকাল ২০০ মিটারের ফাইনাল। সোনা জিততে পারলে ২৫ বছর বয়সী নিকার্ক মাইকেল জনসনের পর প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবল জেতার গৌরব অর্জন করবেন। ২০০ মিটার ইভেন্টে দৌড়াবেন না উসাইন বোল্ট। সেই ক্ষেত্রে নিকার্কের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেয়েদের পোলভল্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিক্স। ৮০০ মিটার দৌড়ে সেরা হয়েছেন ফ্রান্সের অস্বোয়ান বোস। ৩৬ বছর বয়সে মেয়েদের জ্যাভলিন থ্রোতে শিরোপা উদ্ধার করেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পোতাকোভা।