শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি রিয়ালের

রোনালদোর দুরন্ত ফুটবল

ক্রীড়া ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি রিয়ালের

স্প্যানিশ কর্তৃপক্ষ এল ক্ল্যাসিকোতে রেফারিকে ধাক্কা দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে আপিল করেও কোনো কাজ হয়নি। রিয়ালের আপিল বাতিল করে দিয়েছে আদালত। লা লিগার ম্যাচে রোনালদোর নিষেধাজ্ঞা থাকলেও প্রীতিম্যাচে নেই। তাই মাঠে নামলেন গত কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকা রোনালদো এবং নেমেই শুরু করলেন দুরন্তপনা। দারুণ একটি গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে সতীর্থকে দিয়ে করালেন আরও একটি। এই পর্তুগিজ তারকার ম্যাজিক্যাল ফুটবলেই ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। চলতি মৌসুমে এটা তাদের তৃতীয় ট্রফি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ এবং চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।

প্রীতিম্যাচ হওয়ায় প্রধান গোলরক্ষক কেইলর নাভাস, কাসেমিরো, মাঝমাঠের অন্যতম তারকা লুকা মডরিচ, টনি ক্রুজ, ইসকো, ওয়েলসিয়ান তারকা গ্যারেথ বেল এবং ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাদের ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ। তবে লিগে নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোর পরীক্ষা নিতে মোটেও ভুলেননি তিনি। দলের সেরা তারকাকে ফিট রাখতে ম্যাচটিতে পুরো সময় খেলাবেন বলে আগেই জানিয়েছিলেন জিদান। গোল করে ও করিয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার জানান দিলেন, স্বরূপেই আছেন তিনি।

 

সর্বশেষ খবর