শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিশ্ব একাদশে তামিম

ক্রীড়া প্রতিবেদক

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এরপর থেকে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না পাকিস্তান। যদিও জিম্বাবুয়ে ও আফগানিস্তান খেলেছে বেশ কয়েকটি ম্যাচ। তারপরও গত আট বছর খেলতে আগ্রহ প্রকাশ করেনি কোনো আন্তর্জাতিক দল। অন্যদিকে ঘরের মাঠে খেলা ফেরাতে মরিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই পাকিস্তান অপরাপর দেশগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে খেলার জন্য। আইসিসিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। সাত দেশের ১৪ ক্রিকেটারকে নিয়ে বিশ্ব একাদশ সাজিয়েছে আইসিসি। তাতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। দলটির নেতৃত্ব দিবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। স্কোয়াডে সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ডু প্লেসিস, হাশিম আমলা, মরণে মরকেল, ডেভিড মিলার ও ইমরান তাহির। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার জর্জ বেইলি, বেন কাটিং ও টিম পাইন এবং ওয়েস্ট ইন্ডিজের দুজন ড্যারেন স্যামি ও স্যামুয়েল বদ্রি এবং একজন করে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের। দলটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বিশ্ব একাদশ : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্রান্ট এলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরণে মর্কেল, টিম পাইন, থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন স্যামি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর