বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর উল্লাস

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো পরিবারই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি খেলাধুলাকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক। ক্রিকেট কিংবা ফুটবল বাংলাদেশের বড় খেলা থাকলে শত ব্যস্ততার মধ্যে ছুটে যান স্টেডিয়ামে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় উপভোগ করেন। মধ্যহ্নভোজের বিরতির পর প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন। বার বার তিনি চেয়ার থেকে উঠে জাতীয় পতাকা নাড়িয়ে সাকিব-মুশফিকদের সমর্থন দেন। তাইজুল অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যানকে আউট করার পর মাঠে মুশফিকরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। বাংলাদেশের অবিস্মরণীয় জয় দেখে প্রধানমন্ত্রীও পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করেন। এ দৃশ্য দেখে দর্শকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী শুধু খেলাই দেখেননি— ঐতিহাসিক বিজয়ের পর ড্রেসিং রুমে গিয়ে মুশফিক, সাকিবদের অভিনন্দন জানান। প্রথম টেস্টে জয়ের নায়ক সাকিব আল হাসানকে কাছে ডেকে স্নেহ করেন। ১০ উইকেট নেওয়ায় তিনি সাকিবের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ক্রিকেটার ছাড়াও কোচ হাতুরাসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে দারুণ খুশি ক্রিকেটাররা। সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় আমাদের উৎসাহ দেন।

সর্বশেষ খবর