বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘বাংলাদেশ সত্যিই বিপজ্জনক’

ক্রীড়া প্রতিবেদক

স্মিথ বাহিনী যখন ঢাকায় পা রাখে, তখনই টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে জানিয়েছিলেন সিরিজ জিততে চান ২-০ ব্যবধানে। কোচের কথার পুনরাবৃত্তি হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কণ্ঠেও। বাংলাদেশের কোচ ও সেরা ক্রিকেটারের এমন মন্তব্যে বিরক্ত হয়েছিলেন অসি কোচ। ম্যাচের আগের দিন স্পষ্টই বিরক্তের সুরে জানিয়েছিলেন, যে দেশ ১০টি টেস্ট জিতেনি, তাদের জন্য এটা একটু বেশিই আত্মবিশ্বাস। কাল সাকিব, মিরাজ, তাইজুলদের ঘূর্ণিতে হেরে যায় ২০ রানে। হারের পর বাংলাদেশকে মূল্যায়ন করতে যেয়ে অসি অধিনায়ক বলেন, ‘গত দুই তিন বছরে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে তারা দুর্ধর্ষ দল। সত্যি বলতে দারুণ খেলেই তারা আমাদের হারিয়েছে। কিছুদিন আগে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। দলটি অনেক আত্মবিশ্বাসী। দলটিতে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন। টপ অর্ডারে তামিম খুব ভালো ব্যাটিং করেছেন। সাকিব প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন। উভয় ইনিংসেই ভালো বোলিং করেছেন তিনি। সব মিলিয়ে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে।’ অস্ট্রেলিয়া দল উপহার দিয়েছে রিচি বেন্যু, কিথ মিলারদের মতো অলরাউন্ডার। তার ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে শেন ওয়ার্ন, ম্যাকগিলদের মতো স্পিনার। অথচ সেই দলকে কিনা একাই গুড়িয়ে দিয়েছেন সাকিব। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে দাবড়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে ৮৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করেন। বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৮ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৫৩ রানে নেন ১০ উইকেট।

সর্বশেষ খবর