শিরোনাম
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাজারী ক্লাবে নাসির

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। ক্রিকেটপ্রেমীরা বলেন ‘ফেসবুক বয়’ নাসির হোসেন। ক্রিকেট খেলে যতটা আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি সরব উপস্থিতি ফেসবুকে। গত দুই বছর জাতীয় দলের পক্ষে তাকে দেখা যায়নি। কিন্তু এমন কোনো দিন যায়নি ফেসবুকে তার পক্ষে স্ট্যাটাস লেখা হয়নি। ২০১৩ সালে এপ্রিলে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন। এরপর আয়ারল্যান্ড সফরে খেলেন। কিন্তু টেস্ট খেলেননি প্রায় ৫২ মাস। এরপর সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। মিরপুরে ২০ রানের ঐতিহাসিক জয়ের সঙ্গী হলেও সোয়া চার বছর পর দলে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে পারলেন না। মিরপুরে না পারলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্মরণীয় করে ফেললেন। বাংলাদেশের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে হাজার রানের ক্লাবে নাম লিখেছেন নাসির হোসেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নাসিরের রান ১৯ টেস্টে ৩১ ইনিংসে ১০১৩। সেঞ্চুরি একটি এবং হাফসেঞ্চুরি ৬টি। গতকাল খেলতে নামেন ৯৯৪ রান নিয়ে। দিনের ৮৫ নম্বর ওভারে প্যাট কামিন্সের ওভারে সিঙ্গেলস নিয়ে হাজার রানের মাইলফলক পূর্ণ করেন। এর আগে হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন তামিম ইকবাল (৩৮৩৫, ৫১* টেস্ট), সাকিব আল হাসান (৩৯৯২, ৫১* টেস্টে), মুশফিকুর রহিম (৩৩৮৬*, ৫৬* টেস্ট), হাবিবুল বাশার( ৩০২৬, ৫০ টেস্ট), মোহাম্মদ আশরাফুল ( ২৭৩৭, ৬১ টেস্ট), মাহমুদুল্লাহ রিয়াদ(১৮০৯, ৩৩ টেস্ট), জাভেদ ওমর বেলিম গুল্লু ( ১৭২০, ৪০ টেস্ট), মুমিনুল হক (১৭১৯, ২৩* টেস্ট), ইমরুল কায়েশ (১৪৭২,  ৩০* টেস্ট), খালেদ মাসুদ পাইলট ( ১৪০৯, ৪৪ টেস্ট), শাহরিয়ার নাফিস (১২৬৭, ২৪ টেস্ট), রাজিন সালেহ ( ১১৪১, ২৪ টেস্ট), মোহাম্মদ রফিক (১০৫৯, ৩৩ টেস্ট)। টেস্ট ক্যারিয়ারে হাজার রান করার পথে অধিনায়ক মুশফিক রহিমের সঙ্গে অপরাজিত ৩১ রানের জুটি গড়েন নাসির। যাতে নাসিরের অবদান ১৯ রান।

নাসিরকে বলা হতো এক সময় বাংলাদেশ ক্রিকেটের অমিত সম্ভাবনাময় ক্রিকেটার। লেট অর্ডারে ব্যাটিংয়ে নেমে ম্যাচ জিতিয়েছেন। আবার বহু ম্যাচ জেতাতে না পারলেও দলকে শক্ত অবস্থান দিয়েছেন। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহে আসার পর থেকে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। তখন থেকেই ফেসবুক সরব। এবার অবশ্য জাতীয় দলে জায়গা করে নেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর