শিরোনাম
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউরোপে সবার আগে বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

ইউরোপে সবার আগে বেলজিয়াম

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর বেলজিয়ামের উল্লাস

ঘরের মাঠের বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে সবার আগে ২০১৮ সালের বিশ্বকাপ নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এশিয়া থেকে সবার আগে জায়গা নেয় ইরান। এরপর সঙ্গী হয় জাপান। মধ্য আমেরিকা থেকে জায়গা নেয় মেক্সিকো। স্বাগতিক দল হিসেবে রয়েছে রাশিয়া। এতদিন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপ নিশ্চিতকারী দলগুলো ছিল এরা। এবার দলগুলোর সঙ্গে নাম লিখেছে বেলজিয়াম। ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে এনজো শিফোর দেশ, রুমেল লুকাকুর দেশ বেলজিয়াম। ইতিহাস ও সভ্যতার দেশ গ্রিসকে ২-১ গোলে হারিয়ে বহু আরাধ্য বিশ্বকাপ খেলা চূড়ান্ত করে। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অঘটনও ঘটেছে। ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিয়াকে। বিশ্বসেরা ফুটবলার রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আশা জিঁইয়ে রেখেছে বিশ্বকাপ খেলার। ইউরো চ্যাম্পিয়ন দলটি ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। আগের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৬-১ গোলে গুড়িয়ে দিয়েছিল জিব্রাল্টারকে। গ্রুপ ‘এইচ’ থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে জয় দরকার ছিল বেলজিয়ামের। রবিবার সেই জয়টাই নিশ্চিত করে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে হারিয়ে। আলেকসান্দারের দেশ গ্রিসকে হারাতে বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন রোমেলু লুকাকু ও ভার্টোনঘেন। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা লুকাকু রয়েছেন দারুণ ফর্মে। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত তার বুট থেকে বেরিয়েছে ৭ ম্যাচে ১০ গোল। খেলায় ৭০ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন টটেনহ্যাম হটস্পারের রক্ষণভাগের ভার্টোনঘেন (১-০)। ৭৩ মিনিটে সমতা আনে গ্রিস। সমতা আনেন দলটির পর্তুগিজ বংশোদ্ভূত মিডফিল্ডার জেকো (১-১)। পরের মিনিটেই বেলজিয়ামের বিশ্বকাপ নিশ্চিত করেন লুকাকু। ডান প্রান্ত থেকে টমাস মুনিয়েরের ক্রসে দুর্দান্ত হেডে জয় নিশ্চিত করেন লুকাকু (২-১)। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বেলজিয়াম। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া-হার্জেগোভিনা এডেন জেকোর জোড়া গোলে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জিব্রাল্টারকে। ‘বি’ গ্রুপে সুইজারল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে হারিয়ে টানা আট জয় তুলে প্রায় এক পা দিয়েই ফেলেছে বিশ্বকাপে। হাঙ্গেরিকে ন্যূনতম ১-০ গোলে জিতে বিশ্বকাপের আশা জিইয়ে রেখেছে রোনালদোর পর্তুগাল। সুইজারল্যান্ড ও পর্তুগালের পয়েন্ট ব্যবধান মাত্র ৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর