শিরোনাম
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ম্যারাথনে মাশরাফি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের উন্নয়নে ‘নড়াইল এক্সপ্রেস’ এর আয়োজনে গতকাল রূপগঞ্জ বাধাঘাট থেকে নড়াইল শিল্পকলা একাডেমী পর্যন্ত ৪ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিকালে দলমত নির্বিশেষে নড়াইলের সর্বস্তরের জনগণের সমর্থনে  নড়াইলকে প্রজন্মের অন্যতম সেরা বাসস্থান হবার আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি। মাশরাফির নেতৃত্বে এই ম্যারাথনে নড়াইলের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়সহ সর্বস্তরের লোকেরা অংশগ্রহণ করেন। নড়াইলের উন্নয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ঘোষিত রান ফর নড়াইল  যথারীতি যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় ছিল সবার মনে। কারণ সকাল থেকে মুষল ধারে বৃষ্টি শুরু হয়। কিন্তু সৃষ্টিকর্তা যাকে বাঁচান তাকে মারবে কে। বিকাল হতে বৃষ্টি কমতে শুরু হয় মানুষে ঢল। আর রাস্তার দুপাশে আগ্রহ সহকারে অপেক্ষা করতে থাকেন আবাল-বৃদ্ধা-শিশুরা। অংশগ্রহণকারীরা ৪ কিলোমিটার ম্যারাথন অংশগ্রহণ করতে পেরে গর্বিত মনে করছে। আর মাশরাফিকে নড়াইল উন্নয়নের কাণ্ডারী মনে করছে উন্নয়ন বঞ্ছিত নড়াইলবাসী। মাশরাফি বলেন, আমি একা নই, নড়াইলের সবাই মিলে আমরা নড়াইলের উন্নয়ন করব। ইতিমধ্যে নড়াইলের সর্বস্তরের জনগণের সামনে নড়াইলের উন্নয়নে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামের সংগঠনটি, মাশরাফি এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নড়াইলের উন্নয়নে কাজ করার জন্য পূর্ণ সমর্থন প্রদান করেন। চার কিলোমিটার ম্যারাথনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর