শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

টেস্টে বিশ্রাম চেয়েছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

টেস্টে বিশ্রাম চেয়েছেন সাকিব

মানসিক অবসাদগ্রস্থ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন দুই ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক ও জোনাথন ট্রট। অবশ্য দুজনেই পরে ফিরেছিলেন ক্রিকেটে। সাকিব আল হাসান অবসাদের জন্য নয়, টানা ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন বলেই বিশ্রাম চেয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়ে বিশ্বসেরা অল রাউন্ডার নাকি বিসিবি বরাবর চিঠি দিয়েছেন। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান চিঠির বিষয়টি স্বীকার করেছেন, ‘শুনেছি রেজিস্ট্রি মারফত সাকিব একটি চিঠি পাঠিয়েছে। আজ বিকালে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাকিব যদি সত্যি সত্যিই বিশ্রামে যান, তাহলে তাকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেটের ‘অবিচ্ছেদ্য’ অংশ হয়ে পড়া সাকিবকে ছাড়া আফ্রিকা সফর অক্সিজেন মাস্ক ছাড়া দুর্গম হিমালয় পাড়ি দেওয়ার মতো হবে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১৮ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। টেস্ট সিরিজের জন্য আজ বিকালে স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচক প্যানেল। আফ্রিকার কঠিন কন্ডিশনের বিবেচনায় একাধিক পরিবর্তন আসতে পারে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে খেলা স্কোয়াডে। স্কোয়াডে আধিক্য থাকার সম্ভাবনা পেসারদের। এতে পাঁচ পেসার থাকতে পারেন। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ের টেস্টের নায়ক সাকিব। ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্টটিকে স্মরণীয় করে রাখেন ব্যাট ও বলের সৌকর্যে। দলের চরম বিপর্যয়ে বন্ধু তামিম ইকবালকে নিয়ে ১৫৫ রানের জুটি গড়েন। এই জুটিই দুই দলের ব্যবধান গড়ে দেয়। ৮৪ রানের ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতে ছিল বিধ্বংসী। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ধ্বংসের নায়ক সাকিব ৬৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে নেন ৫ উইকেট। ১৫৩ রানে ১০ উইকেট, তার ৫১ টেস্ট ক্যারিয়ারে যা দ্বিতীয়বার। টেস্ট ক্রিকেট ইতিহাসে স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০ নম্বর টেস্টে হাফসেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখান। ২০০৭ সাল থেকে টেস্ট খেলছেন বিশ্বসেরা অল রাউন্ডার। ১০ বছরে ৫১ টেস্টে রান করেছেন ৩৫৯৪ এবং উইকেট নিয়েছেন ১৮৮টি। ১৭৭ ওয়ানডেতে ৪৯৮৩ রান ও ২২৩ উইকেট নিয়েছেন। টি-২০ খেলেছেন ৫৯টি। রান করেছেন ১২০৮ এবং উইকেট ৭০টি। দেশের মূল ক্রিকেটার টানা ক্রিকেট খেলতে খেলতে ক্লান্তি বোধ করে ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন। তবে ওয়ানডে ও টি-২০ খেলবেন। এখন অবশ্য তিনি টি-২০ অধিনায়ক। যদি ৬ মাস সাকিব টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামে থাকেন, তাহলে শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ নয়, ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজও মিস করবেন। অবশ্য বিসিবি কি সিদ্ধান্ত নেয়, এখনো সেটা পরিষ্কার নয়। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান ক্রিকেট বলেন, ‘শুনেছি সাকিব টেস্ট ক্রিকেট থেকে ৬ মাস বিশ্রাম চেয়েছেন। আমাদের কাছে ব্যক্তির আগে দেশ। আজ সভা করে সিদ্ধান্ত নেবো সাকিবের বিশ্রামের বিষয়।’  অস্ট্রেলিয়া সিরিজের আগে মুমিনুল হককে বাদ দিয়ে বিপাকে পড়েছিল বিসিবি। পরে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ ক্ষমতায় দলে ফেরান মুমিনুলকে। এজন্য বাদ পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। আফ্রিকা সফরে ফিরতে পারেন সৈকত। ফিরতে পারেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেন। তাহলে বাকি তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম সুহাস।

সর্বশেষ খবর