বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
তামিমের ১৮ রান

পাকিস্তান জয়ী

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান জয়ী

দিনটি পাকিস্তানের স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিদেশি দলগুলো আসতে চায় না। সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ লক্ষ্যে তারা বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচের আয়োজন করেছে। গতকাল লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান ২০ রানে বিশ্ব একাদশকে পরাজিত করে সিরিজে এগিয়ে যায়।

বিশ্ব একাদশে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খেলেছেন। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার সঙ্গে তিনি ওপেন করতে নামেন। ১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান এই হিটার ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। বাবর আজম ৫২ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন। পরে ১৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বিশ্ব একাদশ শুরুটা ভালোই করেছিল। ৫.২ ওভারে তামিম ও আমলা জুটি ৪৩ রান সংগ্রহ করেন। কিন্তু তামিম ও আমলা আউট হয়ে যাওয়ার পর বিশ্ব একাদশ আর দাঁড়াতে পারেনি। অল আউট না হলেও ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। আজ দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল এ ম্যাচটি দেখার জন্য লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর