শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোনালদোর রাজসিক ফেরা

রাশেদুর রহমান

রোনালদোর রাজসিক ফেরা

ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকো খেলতে গিয়ে রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো। রোনালদোহীন রিয়াল মাদ্রিদকে এ কারণে গত কয়েক সপ্তাহ বেশ ভালোই ভুগতে হয়েছে। চার ম্যাচের দুটোতেই তারা ড্র করেছে প্রতিপক্ষের (ভ্যালেন্সিয়া ও লেভান্তে) সঙ্গে। সমালোচকরা ভাবতে বসেছিল, পথ হারিয়েছে জিদানের দল। এবার আগের ধার নেই তাদের। কিন্তু সব ভুল প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা এ পর্তুগিজ তারকার ডাবলেই গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

ক্রিস্টিয়ানো দলে ফিরছেন, এটা আগেই জানা হয়েছিল সবার। তবে তিনি কেমন রূপে ফিরবেন, এই নিয়ে সংশয় ছিল অনেকেরই। কিন্তু পর্তুগিজ তারকা মাঠের বাইরে থেকেও ছন্দ হারাননি। গত বুধবার খেলতে নেমে ম্যাচের ১২তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। এরপর ৫১তম মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি। এই নিয়ে রিয়ালের জার্সিতে গোলমুখে ১৬টা শটের মধ্যে ১২টাই গোল করলেন রোনালদো। রোনালদোর দূরন্ত পারফরম্যান্স দেখে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলছেন, ‘রোনালদোই বিশ্বের সেরা ফুটবলার।’ পর্তুগিজ তারকার প্রশংসায় পঞ্চমুখ তার সতীর্থরাও। আর রোনালদো নিজে বলছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগটা রিয়াল মাদ্রিদেরই টুর্নামেন্ট।’ তিনি প্রশংসা নিয়ে খুব একটা ধার ধারেন না। নিজের সেরা খেলাটা কেবল খেলে যান। রোনালদো অবশ্য স্বীকার করেছেন, এখনো অনেক পথ বাকি। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। পাশাপাশি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ‘অবশ্যই আমরা এই টুর্নামেন্টটা জিততে চাই।’ রোনালদোর এই অবিশ্বাস্য ফর্ম হয়তো রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দেবে! গত বুধবার রোনালদো ছাড়াও গোল করেছেন সার্জিও রামোস। ম্যাচের ৬১তম মিনিটে একটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান রিয়াল অধিনায়ক। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা শুভ সূচনাই করল। এবার টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের মিশন শুরু করল রিয়াল মাদ্রিদ। এদিকে এই গ্রুপে রিয়াল মাদ্রিদ ছাড়াও জয় পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। তারা জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে। টটেনহ্যামের পক্ষে দুটি গোল করেছেন হ্যারি কেইন। এ ছাড়াও একটি গোল করেছেন সন হিয়াঙ-মিন। ডর্টমুন্ডের পক্ষে একমাত্র গোলটি করেন ইয়ারমোলেনকো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর