শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইতালিতে ক্রিকেট নিষিদ্ধ!

ক্রীড়া ডেস্ক

ইতালির এক শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন ওই শহরের মেয়র। আফগান ও পাকিস্তান অভিবাসীদের কয়েকটি ছেলে একটি পার্কে ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল গিয়ে আঘাত হানে পার্কের পাশের বেলকনিতে দাঁড়ানো আরেকটি কিশোরের মাথায়। এর পরপরই পুরো শহরে ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেন মেয়র। ইউরোপিয়ান কয়েকটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে এ খবর। বোলজানো নামে উত্তর ইতালির শহরটিতে ঘটেছে এ ঘটনা। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এক বালকের মাথায় বলের আঘাত লাগার কারণে শহরটির পার্কে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেন মেয়র। যে পার্কে ছেলেরা ক্রিকেট খেলছিল তার চেয়ে প্রায় ১০০ মিটার দূরে বাড়ির বেলকনিতে দাঁড়িয়েছিল সেই কিশোর। এ কারণেই বল গিয়ে আঘাত হানে তার মাথায়। হাসপাতালে নেওয়ার পর আঘাতের ধকল থেকে মুক্তি মেলে তার। ইতালিতে এমনিতেই ক্রিকেট অপরিচিত খেলা। এমন ঘটনার পর কাউকে ব্যাট-বল হাতে নিয়ে দেখা যাবে কিনা সংশয় রয়েছে। শুধু পার্কের নয়, টেনিস কোর্ট ও বেসবল মাঠেও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে বোলজানো কর্তৃপক্ষ। মেয়র রেনজো করোসাচ্চি বলেন, ‘ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সর্বশেষ খবর