রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
টেস্টে বিশ্রাম

বিপিএলে সরব সাকিব!

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে সরব সাকিব!

দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছে বাংলাদেশ। গতকাল সকালে মিরপুরে টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আফ্রিকা সফরে দলের প্রত্যাশার কথা বলার সময় সাকিব আল হাসানের অনুপস্থিতির কথাও বলেন। জানান বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব বোধ করবে দল। টাইগার অধিনায়ক যখন বলছিলেন, তখন সাকিব রেডিসান ব্লু হোটেলে ঢাকা ডায়নামাইটসের পক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দল গোছাতে। অদ্ভুত বিষয়!

ক্লান্তি ও অবসাদ দূর করতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সাকিব টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়ে চিঠি দেন বিসিবিকে। তার এই অনুরোধে বিস্মিত বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজে ছুটি দেয়। একজন ক্রিকেটার ক্লান্তি দূর করে চনমনে মেজাজে পুনরায় ফিরতে ছুটি চাইতেই পারেন। এটা তার মৌলিক অধিকার। বিশ্বসেরা অলরাউন্ডারের ছুটি চাওয়া নিয়ে গোটা দেশ যখন তোলপাড়, তখন সাকিব মিডিয়ার মুখোমুখিতে ছুটি চাওয়ার ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় জানান, আরও ৫/৬ বছর টেস্ট ক্রিকেট খেলতে চান। তাই বিশ্রামটা জরুরি। সত্যিই বিশ্রাম জরুরি!  শোনা যায় মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর চট্টগ্রামে খেলতে চাননি সাকিব। অথচ অস্ট্রেলিয়া সিরিজের আগেই তিনি ক্যারিবীয় ক্রিকেট লিগ (সিপিএল) খেলে আসেন। ক্রিকেটপ্রেমীদের ভাষ্য, তখন তার ক্লান্তি লাগে না। দেশ থেকে কয়েক হাজার দূরের ক্যারিবীয় সিপিএল খেলতে তার ক্লান্তি তখন থাকে না। শুধু সিপিএল নয়, পিএসএল, আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি খেলার সময় ক্লান্তি কিংবা অবসাদগ্রস্থ মনে হয় না। অদ্ভুত দেশে অদ্ভুত সংস্কৃতি। তাই মেনে নিতেই হয় দেশসেরা ক্রিকেটারের আবদার। কিন্তু তার আবদার মিটিয়ে বিসিবি কি অন্য ক্রিকেটারদের পথ দেখিয়ে দিল না? এখন যদি সাকিবের দেখানো পথে বাংলাদেশ ক্রিকেট দলের অপরাপর ক্রিকেটাররা ক্লান্তি ও অবসাদ দূর করতে ছুটি চেয়ে বসেন, তখন বিসিবি কোন পথে হাঁটবে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর