রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাই পর্ব

হিগুয়েন ছাড়াই আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আর মাত্র দুই ম্যাচ বাকি। অথচ এখনো সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলার টিকিট পায়নি আলবেসিলেস্তরা। লিওনেল মেসিদের হাতে আর মাত্র দুই ম্যাচ বাকি। পেরু আর ইকুয়েডর। অক্টোবরেই বাছাই পর্বের বাকি দুটো ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ অক্টোবর বুয়েন্স আয়ার্সে পেরুর মুখোমুখি হবেন মেসিরা। ১০ অক্টোবর ইকুয়েডরের সঙ্গে ম্যাচ। বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ জর্জ স্যাম্পাওলি। তবে এই দলে নেই গঞ্জালো হিগুয়েন ও পাস্তোর। তবে লিওনেল মেসিসহ অন্যান্য তারকারা ঠিকই আছেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের জার্সিতে দুরন্ত ফর্মে আছেন হিগুয়েন। সিরিএ লিগে তিন ম্যাচে দুই গোল করেছেন তিনি। এরপরও হিগুয়েনকে দলে রাখেননি স্যাম্পাওলি। ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলবে। সেরা চারে থাকতে না পারলে আর্জেন্টিনাকে নিউজিল্যান্ডের সঙ্গে প্লে-অফ খেলতে হবে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: রোমেরো, ন্যাহুয়েল গুজম্যান ও অগাস্টিন মার্চেসিন।

ডিফেন্ডার: মাসকারেনো, ফেডেরিকো ফেজিও, নিকোলাস অটামেন্ডি, গ্র্যাব্রিয়েল মারকাডো, এমানুয়েল মামানা ও জার্মান পেজেল্লা।

মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, লিয়েন্ড্রো প্যারেডেস, ডি মারিয়া, মারকোস অ্যাকুনা, এডুয়ার্ডো স্যালভিও, এমিলিয়ানো রিগোনি ও আলেসান্ড্রো গোমেজ।

স্ট্রাইকার: লিওনেল মেসি, পাওলো দিবালা, আগুয়েরো ও মাওরো ইকার্ডি।

সর্বশেষ খবর