বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিকেএসপিতে চলছে জিমিদের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতে চলছে জিমিদের প্রস্তুতি

সময় ঘনিয়ে আসছে। ১১ অক্টোবর ঢাকায় পর্দা উঠবে এশিয়া কাপ হকির। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ভারত ও জাপান। কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। অনেক আগে থেকেই খেলোয়াড়দের প্রস্তুতি চলছে। চীনে গিয়ে বেশ কটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছে বাংলাদেশ। হারুনের অধীনে জিমিরা এখন বিকেএসপিতে প্রশিক্ষণে ব্যবস্থা রয়েছে।

মাহবুব হারুনকে সহযোগিতা করতে ডাচ কোচ জাইলা বনেটের পরামর্শক কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত হকি ফেডারেশন তাকে আনছে না। কেননা যে সময় আছে তাতে বনেট এসে কোনো লাভ হবে না। এর চেয়ে বরং হারুন একাই প্রশিক্ষণ দিলে দল উপকৃত হবে। জানা গেছে বনেট পারিশ্রমিক হিসেবে প্রথমে ১৮ হাজার ডলার দাবি করেছিলেন। পরে ৮ হাজার ডলারে ঢাকা আসতে চান। সময় হাতে নেই বলে বনেটের প্রয়োজন মনে করছে না হকি ফেডারেশন। এদিকে এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। এক্ষেত্রে চীনকেই বেছে নিয়েছিল। চীন খেলতে রাজি হয়নি। এখন চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টে ফেডারেশন চাচ্ছে ৮ অক্টোবর মালয়েশিয়াকে ঢাকায় এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ম্যাচে খেলার জন্য মালয়েশিয়া হকি ফেডারেশনে চিঠিও দেওয়া হয়েছে। এখন তারা সম্মতি দিলেই প্রস্তুতি ম্যাচ হবে। তা না হলে আর সম্ভব নয়। ১১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মূল পর্বে লড়বে জিমিরা।

 এ মাসের শেষের দিকেই বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।

সর্বশেষ খবর