মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বোলারদের জন্য আইডল জায়গা’

ক্রীড়া ডেস্ক

বোলারদের জন্য আইডল জায়গা’

রুবেল হোসেন

অনেক ঝামেলা পোহাতে হয়েছে পেসার রুবেল হোসেনকে। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন থেকে নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র আসতে দেরি হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। এজন্য টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বোলিং করে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাননি তিনি। এজন্য বাড়তি পরিশ্রম করছেন রুবেল।

এর আগে জাতীয় দলের জার্সিতে কখনো দক্ষিণ আফ্রিকায় যাওয়া হয়নি রুবেলের। কিন্তু প্রোটিয়াদের উইকেট যে পেস স্বর্গ তাও খুব ভালো করেই জানেন। তাই ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এই তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার উইকেট নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুবেল বলেন, ‘আমরা জানি, দক্ষিণ আফ্রিকায় পেস বোলারদের জন্য সুবিধা থাকে। এখানে বাউন্স থাকে। বিভিন্ন কন্ডিশনে মাঝে মধ্যে সুইং করে। আসলে দক্ষিণ আফ্রিকা পেস বোলারদের জন্য খুবই আইডল জায়গা। আমরা যারা পেস বোলার আছি তারা যদি ভালো পরিকল্পনা নিয়ে বল করতে পারি, জায়গা মতো বোলিং করতে পারি তাহলে সফল হতে পারব।’

দক্ষিণ আফ্রিকার উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকলেও ব্যাটসম্যানরাও কিন্তু ভালো করতে পারেন। কন্ডিশনের সুবিধা নিতে না পারলে পেসাররাও বিপদে পড়তে পারেন। তাই দেখা যায়, এর আগের সফরে দক্ষিণ আফ্রিকার পেসাররা দাপুটে পারফর্ম করলেও বাংলাদেশের পেসাররা ছিলেন অসহায়। প্রোটিয়া ব্যাটসম্যানরা দেখিয়েছেন দাপট। তবে রুবেল জানেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে সফল হতে হলে কি করতে হবে? তিনি বলেন, ‘বাউন্সি উইকেটে সব সময় লাইনলেন্থ ঠিক রেখে বোলিং করতে হবে। এ ধরনের উইকেটে একটু পেছনে থেকে বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা কিছুটা সহজ হয়ে যাবে। আশা করছি, দ্রুত এ বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে পারব।’

বাংলাদেশ থেকে যাওয়ার পর কয়েক দিন বেনোনিতে ছিলেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচও সেখানেই খেলেছেন মুশফিকরা। গত পরশু প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রোমে গিয়েছে বাংলাদেশ। অনুশীলনও করেছে। এখন কেবল মূল লড়াইয়ে মাঠে নামার। খুশির খবর হচ্ছে, পচেফস্ট্রোমে গিয়ে নেটে প্রাকটিস করেছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে উরুর পেশীতে আঘাত পেয়েছিলেন তিনি। এখন অনেকটাই সুস্থ। এখনো কাঁধের সমস্যায় ভুগছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবে প্রথম টেস্টে খেলতে পারবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের সবাইকেই পাচ্ছেন মুশফিক।

সর্বশেষ খবর