মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোনালদোর ১৫০তম ম্যাচ

রিয়ালের প্রতিপক্ষ ডর্টমুন্ড

ক্রীড়া ডেস্ক

রোনালদোর ১৫০তম ম্যাচ

ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে সারা জীবনই বিবেচিত হবেন। প্রথম তারকা হিসেবে তিনি ইউরোপ সেরা এ টুর্নামেন্টে স্পর্শ করেছেন ১০০ গোলের মাইলফলক। একের পর এক গোল করে ছাড়িয়ে যাচ্ছেন এখন নিজেকেই। আজ ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচ খেলতে নামছেন। সবমিলিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় রোনালদোর গোলসংখ্যা ১০৮টি। বুরুসিয়া ডর্টমুন্ডের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগে দুই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজও তার কাছ থেকে দারুণ কিছুই আশা করেন ভক্তরা। তবে ডর্টমুন্ড চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। তারা রোনালদোকে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়েই আজ মাঠে নামছে। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোর ডাবলে সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বুরুসিয়া ডর্টমুন্ড টটেনহ্যামের মাঠে গিয়ে হেরেছিল ৩-১ গোলে। তবে ঘরের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে ডর্টমুন্ড। এখন পর্যন্ত নিজেদের মাঠে চলতি মৌসুমে মাত্র ১টা গোল হজম করেছে। জয় করেছে সবগুলো ম্যাচ। এই রেকর্ডটা রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ধরে রাখতে পারবে কি না বলা কঠিন। তবে আজ রিয়াল মাদ্রিদের ম্যাচটা সহজ হচ্ছে না। এদিকে এইচ গ্রুপে আজ ইংলিশ ক্লাব টটেনহ্যাম সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার মাঠে খেলতে যাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ খেলতে নামছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিও। প্রথম ম্যাচে ম্যানসিটি ডাচ ক্লাব ফেনর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ তারা ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্কের মুখোমুখি হচ্ছে। এফ গ্রুপের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব নেপোলি মুখোমুখি হচ্ছে ফেনর্ডের। ই গ্রুপে ইংলিশ ক্লাব লিভারপুল মুখোমুখি হচ্ছে রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর। নিজেদের প্রথম ম্যাচে লিভারপুল ২-২ গোলে ড্র করেছিল স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে। সেভিয়া আজ মুখোমুখি হবে স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবরের। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ জি গ্রুপে খেলতে নামছে মোনাকো-পোর্তো এবং লিপজিগ-বেসিকতাস। নিজেদের প্রথম ম্যাচে মোনাকো ১-১ গোলে লিপজিগের সঙ্গে ড্র করলেও পর্তুগিজ ক্লাব পোর্তো ১-৩ গোলে হেরে গিয়েছিল তুর্কী ক্লাব বেসিকতাসের কাছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর